ময়ূর ও ময়ূরী- ০৫
-------------------------------
তোমার আমার রঙিন ঘর
ফার্ন-ছত্রাকের অবাধ আবাস,
অস্তগামী প্রেমের তীব্র গোঙানি
বেদনার বালিসে ব্যর্থ অশ্রু।
মিছেমিছি খুঁড়ছো ব্যবধানের পুকুর,
রংচটা ভালবাসা এবার করছো ঘোলা,
ফুসফুসে জমেছে ক্ষোভের আলকাতরা,
পঙ্গু মন ভাঁজ খুলেছে অক্সিজেনের আশায়।
গত হওয়া মিলনের জলসা ফিকে হয়েছে,
পালাচ্ছে রকেট গতির আনবিক ভালবাসা,
বস্তায় ভরেছ অপ্রাপ্তির ময়দা,
বুঝেছি ভালবাসার তীব্রতা সময়ের ফাংশন।
ছিলনা কোন হৃদয়ের দালাল,
ছিলনা অবিশ্বাসের ঘের এ জীবন্ত পোনা,
তবুও কংক্রিট ভালবাসা গলেছে,
ব্যক্তিত্বের চাবুকে খসে পড়ছে মায়ার আস্তরণ।
১৬.০২.২০১১ইং
তংইয়ং, কোরিয়া
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




