ময়ূর ও ময়ূরী - ০৬
------------------------------------
ও পাতায় লিখো না
ওটা আমার গোলামি মস্তিষ্ক,
ওভাবে ধুয়ে নিও নাকো শোক
পাবে নাকো গোলাপের এতটুকু স্পর্শ।
প্রেমের সমাবর্তনে এসেছিলে
হয়তো পেয়েছিলে শুকনো ঠোঁটের ঠান্ডা আদর,
ঘুনেপোকার উল্লাস দেখনি তুমি,
বোঝনি তখনও গোলাপের রং ফ্যাকাশে হচ্ছে
অমাবশ্যার সঙ্গিত শুনছি তখন।।
ওহাতে রেখো না হাত
ওটা আমার শ্রমিক সত্তা,
এভাবে জুড়িয়ে দিও নাকো ঘাম
পাবে পরাধিন অভ্যর্থনা।
চেয়েছিলে বর-বউয়ের পাতানোখেলা খেলবে
বরং এসো বুলেট বুলেট খেলা খেলি,
অশ্রু চাইনি ঘৃণা দাও,
শোষক শুড়টা ডোবাই শব্দের ঘোলাজলে
লোড করেছি শব্দশলাকা আদরে আদরে।।
ওচোখে রেখো না চোখ
ওটা শুন্যতার বসতভিটা,
পরগাছা হয়ে বাসনারে ভাল
পাবে ধর্ষকামী সত্তা।
দেশের হরমোন বদলাতে হবে
ধমনীসকল দূর্নীতিগ্রস্থ,
মিলনের লালা আর ভেজো না ,
মিছিলের সওদা বেচব আমি
পারলে বদলে নিও দেশটার হৃৎপিণ্ড।।
কোরিয়া, তংইয়ং
১৬.০২.২০১১ ইং
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




