ময়ূর ও ময়ুরী - ০৭
---------------------------------
দিবে আমায় ফুল -- মালা গেঁথে নয়
দুহাত ভরে আঁচলে তুলে
কুড়িয়ে নেয়া বাসি যে বকুল,
দিও সেই ফুল।
গোলাপ, গন্ধরাজ - টিউলিপ চাইনা,
দিও আমায় ঘাস ফুল,
পথের ধারে বিছানো সরষে ফুল,
পুকুর ভরা পানা ফুলে হৃদয় ব্যকুল,
দিবে আমায় ফুল?
লালে নিলে, সাথে মিলে হলুদ সাদা,
শতরংএ রাঙ্গাবে আমার সকল বেলা।
অফোটা কলিকে তুমি ফোটাবে সখি?
ঝরে পড়া ফুলটিকে পুরিবে আঁচলে,
অনাদর, দামহীন, নুয়ে পড়া গাছে
আসে যে মূকুল,
দিও সেই ফুল।
সোনালি স্বর্ণলতা কূল গাছে ছড়া,
দিও তারে ঠাঁই,
যদিও সে ভিত্ হীন সৌরভ নাই।
ধারক শুকিয়ে গেলে বাঁচে কি কলি,
জল দিও, দিও সার, সেবা অভিসারে
চরে জাগা কাশফুলের যেমনি নদী।
গোলাপ ধর্তে সখি কাঁটা বিধে হাতে,
বহুকষ্টে দামি ফুল ভাগ্যে না জোটে,
কাঁটাহীন সুলভে পেলে যে ফুল
যতনে বাঁধিও তারে
আসে যদি ঝড়,
ঝরে যায়ও যদি জীবন মূকুল।
খুলনা,
২৫/০৮/২০০৬
বি.দ্র : বানান ভুলে ক্ষমা প্রার্থী
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




