শিকার ও শিকারী-০২
---------------------------------
বিষাক্ত শ্বাস বাতাসের সঙ্গমে ভাসে,
কন্ঠের বিধবা শব্দ মানবিক ক্ষুধায় মরে,
চোখগুলি শুধুই ছল ছল মরচে পড়া
আর নাম!-- তোমাদের দেয়া "বদনাম"।
কবিতার গায়ে খোদাই করা লেখাগুলি বড় অচেনা লাগে,
দেহের প্রতিটি ভাঁজের বিস্ময় বর্ণনা,
স্নিগ্ধা, ললনা, রমনী, কামিনী- হাজারো কসরোত,
কবি তোমার ভুলোমন নারীবুকে অজান্তেই তীর ছুড়ে,
তুমিই নিজেই কবিতার নিসর্গকে ভোগ কর তোমার মত করে
কন্ঠ চেপে ধরে, শব্দের ঘোলাজলে, কবিতার আবডালে চুপিচুপি।
ভেঙ্গে গেছে শৈশবে গড়া নারী অট্টালিকা
মানসিক পঙ্গু করে ভোগ করেছ নারী যৌবন
পঁচে গেছে সামাজিক ব্যাধিগ্রস্থ পরগাছা নারী বার্ধক্য,
ও কবি তোমার কাছে যৌবনের নারীর এত অর্ঘ্য কেন রে!
রমনযৌগ্য করে আর কতকাল প্রচার করবে?
ঐ পঙ্গুমনে পলিও ছড়িয়ে কি লাভ তোমার!
মোহগ্রস্থ হয়ে আর কতকাল তুমি
প্রসব করবে পঙ্গু নারী কবিতা
নিজে মানসিক বন্ধ্যা হয়ে আর কতকাল লিখে যাবে
সুন্দর! সুন্দর!আর সুন্দর!
খুলনা
১৫/০৩/২০০৭ ইং
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




