ময়ূর ও ময়ূরী-০৮
----------------------------------------
তুমি বলতে--এসো অপরিচিত হয়ে যাই! লেজ নাড়াই,
আমি তোমার চঞ্চল কুকুর, তুমি আমার বিষণ্ণ বিড়াল।
আবেগী কুকুরটা তোমাতেই ডুবে- তোমাকেই সেবিছে,
যুগ ধরে! ঘুরছে চিরবিষণ্ণ বিড়াল বৃত্তে।
আদর-আক্রোশের গোপন খেলায়, ট্রমা বন্ডের শক্ত-গেরোয়,
বেঁধেছ বিশ্বস্ত কুকুরের স্বাধীনতা।
আদরে-আহারে নিঠুরে-কঠোরে, ডোপামিন আর কর্টিসলে- মাতাল
কুকুরের আত্মা পুরেছ ইঁদুরের ভেতর।
নিয়ম করে এ-বেলা ডোপামিন তো ও-বেলা কর্টিসল এর বিরিয়ানি,
কুকুরটাকে অধস্তন ইঁদুর বানালে, কেউ টের পায় নি!
রুপান্তরিত ইঁদুর গোঙ্গাতে থাকে অ্যাড্রেনালিন এর চাপে,
বিষণ্ণ বিড়ালের তামাশায়, ইঁদুরের হৃদপিন্ড ধড়ফড় করে,
বছর ঘুরে বছর আসে, বিষন্ন বিড়াল আড়ালে হাসে,
চঞ্চল কুকুরের আত্মা উকি দেয় বেলাশেষে
আহত ইঁদুরের হৃদপিন্ড ফুঁড়ে।
ঘ্রাণ বিশেষজ্ঞ কুকুর কষ্ট-ক্লিষ্টে নিজ লেজ কামড়ায়,
রহস্যভেদী হয়েও ফেঁসেছে স্বকামী বিড়ালের ছলনায়,
রাক্ষুসী বিড়াল এখন অবিরাম হাতুড়ি পেটায়,
ততদিনে বিড়ালের মেকি প্রেমের বেলুনটা ফেটে গিয়েছে,
সর্বগ্রাসী বিড়াল উড়ন্ত-বানরের পথ চেয়ে, খসে পড়া মুখোশে,
উড়ন্ত-বানর (FLYING MONKEY) কুকুর বদের মন্ত্রণা দেয়!
মন্ত্রণার অনুনাদে বিড়ালের উৎসাহ সূচকীয় হারে বাড়ে,
অবাধ বিড়াল অবিরাম হাতুড়ি পেটায়- দিনে ও রাতে।
আহত ইঁদুর বিগত কুকুর-রুপ ফিরে পেতে দিনগুনে!
বিড়ালে মায়াসাক্ত বেহায়া কুকুর বিচ্ছিন্ন ট্রমায় কাতর।
ভুল ও ভয়ের ট্রমা, নির্বাক বিড়ালের ছায়ার ট্রমা,
নিয়ম ও নিয়ন্ত্রণের ট্রমা, বিষণ্ণ বিড়ালের মুখোশ ট্রমা,
সুখ ও শোষণের ট্রমা, সংশয়ে ভরা শুন্যতার ট্রমা,
কাম ও কান্নার ট্রমা, ভাবলেশহীন চাহনীর ট্রমা,
ছায়া ও ছলনার ট্রমা, প্রতারিত মস্তিষ্কের ধোঁয়াশা ট্রমা,
চুমু ও চিৎকারের ট্রমা, স্বার্থপর বিড়ালের লেনদেনর ট্রমা,
চা ও চপের ট্রমা, নস্টালজিক ঐ রোদের ট্রমা।
তারপরও নির্ঘুম কুকুর রাতভর তার অচেনা বিড়ালটাকে এখনও খুঁজে-ফেরে!
কুকুরে ও বিড়ালে, বিড়ালে ও ইঁদুরে, হয়নাকো ভালবাসা,
যা হয়; তাকে বলে, কো-ডিপেনডেন্ট ট্রমা।
-------------------
জুলকার নাঈন
এডিলেইড
০৫/০৯/২০২৩ ইং
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




