হাওয়া ঃ
তুমিই জান মাওলা আমার সব
আর কিছু আমি
মাঝামাঝি কাছাকাছি
ধুধু বালুচড় জীবন থেকে
জীবনের চরাচর।
পাপ পূর্ন জান তুমি
জানে তোমার কিছু আমি
গতকাল ভোরের সকাল
আজ শুধু শুধুই বিকাল
কিভাবে আসবে আমার আগামীকাল
বলতে পারো কি?
(রচনাকাল- 21-09-2004ইং / মাওনা, শ্রীপুর)
এশা ঃ
বিশ্বায়নে বাবারা ভালোবাসে হাজারে হাজার
মায়ে দের মমতা ভালোবাসা রুজি -রোজগার
মায়েদের শরীরে গন্ধ ছিল সোনালী দুধের
ছিল মেয়েদের আচলে ফুল ভরা দুপুর
শবে বরাতের সন্ধ্যার গোছল।
এখন মা'য়েরা বিশ্বাস করে কন্যাদের
বাবা'রা ভাবে প্রেম দেব কাকে?
সংসার সুথি হয় কর্তার গুনে ... কর্তৃীর ছায়ায় ...?
বাবা'রা মার খায় মধ্যরাতে
মায়েদের তক্ত ঝড়া শক্ত হাতে
বাবা'দের একসময় সুখ ছিল
ডালা ভরা ফসলে ফসল
সোনালী গামছায় রুপালী ইলিশ
বিশ্বায়নে রমনীরা পেয়েছে পুংহিংসু
শিশুরা পেয়েছে পরচারিকার প্রেম অন্ধকারের ছায়া
আমি পেয়েছি তোমাকে
পেয়েছি আত্মার গন্ধ
পেয়েছি অনন্ত কাল
দীর্ঘ প্রতিম উলের গুটি উলের মত প্রেম ভালোবাসার কাটা দিয়ে রুনন কর বাশিরা ইসলামের আমাকে।
(রচনাকাল- 14-10-2003ইং / শ্রীপুর)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



