1. 7ই মার্চে শেখ মুজিব ভাষণ শেষ করেছিলেন পাকিস্তান জিন্দাবাদ বলে ।
2. শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি । চাওয়ার প্রশ্নই আসেনা । সমগ্র পাকিস্তান বাংগলীরা চালাবেন । সকল বৈষম্য দূর করবেন । এটাই ছিল 70এর নির্বাচনে জনগণের ম্যান্ডেট । এমনকি কোরান-সুন্নাহ বিরোধী কোন আইন করবেন না বলেও নির্বাচনী ইস্তেহারে উল্লেখ ছিল ।
3. তৎকালীন পাকিস্তানী শাসকরাই নিরস্ত্র বাংগালীর উপর ঝাঁপিয়ে পড়েছিল । যুদ্ধে ঠেলে দিয়েছিল । কাজেই এই বিষয়ে শেখ সাহেবের কোন দোষ আছে বলে মনে হয় না ।
4. আওয়ামী লীগ করলেই মুক্তিযোদ্ধা আর না করলেই রাজাকার, এই মানসিকতা ত্যাগ করতে হবে । অনেক মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ ত্যাগ করেছেন বা কখনই আওয়ামী লীগ করতেন না । মনে রাখতে 70 এর নির্বচানে 169টি আসনের মধ্যে 167টি আওয়ামী লীগ পেয়েছিল । অর্থ্যাৎ রাজাকারের সংখ্যা ছিল খুবই কম ।
5. স্বাধীনতার পরে শেখ সাহেবের দেশ শাসন নিয়েই যত সমস্যা । সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে গণতন্ত্র হত্যা করা, সংবাদপত্রের টুটি চেপে ধরা, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা ছিল শেখ সাবেবের ঐতিহাসিক ভুল । রক্ষী-বাহিনীর মত ঘাতক বাহিনী তৈরী করেছিলেন । লাল-ঘোড়া ধাবড়িয়ে দেয়ার হুমকি দিয়েছিলেন ।
এক সময় যিনি ছিলেন মানুষের হৃদয়ের মণিকোঠায়, পেয়েছিলেন বঙ্গবন্ধু খেতাব, তিনিই মানুষের নিকট পরিচিত হয়েছিলেন ফেরাউন হিসেবে। আর তার ফলও তিনি পেয়েছেন, অত্যন্ত করুণ পরিণতির মাধ্যমে । কাজেই দোষ-গুনেই মানুষ কথাটি মনে রাখতে হবে ।
আর এগুলোই হলো সত্য ইতিহাস ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




