‘আমার কাছে গতকাল প্রধানমন্ত্রীর অভিজ্ঞ এক ড্রাইভার এসেছিল। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম- তুমি কি পাশ? সে আমাকে বললো- স্যার আমি ফাইভ পাশ। তাহলে বুঝেন- সেও কিন্তু প্রধানমন্ত্রী গাড়ি চালায়।’
মাদারীপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভায় নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান এসব কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক নুর-উর-রহমানের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। এছাড়াও পুলিশ সুপার নজরুল হোসেনসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেওয়ার সময় সম্প্রতি তার বিরুদ্ধে মিডিয়ায় আনিত বিভিন্ন অভিযোগ অস্বীকার করে মন্ত্রী আরও বলেন, ‘দুর্ভাগ্য হলেও সত্য, সড়ক দুর্ঘটনার ব্যাপারে আমিই এখন দেশের সবচেয়ে বড় ভিকটিম। আমার বক্তব্যের এক অংশে গরু-ছাগল মিডিয়ায় যেভাবে ব্যাখ্যা করা হয়েছে আমি তা বলিনি। আমি বুঝাতে চেয়েছি মহাসড়কের পাশে গরু-ছাগল চিহ্ন সম্বলিত যে সাইনবোর্ড থাকে সেই সিম্বলগুলো চালকদের বোঝার কথা।’
মন্ত্রী আরো বলেন, ‘সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্রকার তারেক মাসুদের মৃত্যু থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এরা দু’জন মারা গেলেও আমাদের ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে দুর্ঘটনার ব্যাপারে এপর্যন্ত যত সিদ্ধান্ত হয়েছে তার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি। ফলে দুর্ঘটনা বেড়েই চলেছে।’
View this link
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




