সকালে পারিবারিক একটি উটকো ঝামেলা মেটাকত ফরিদপুর গিয়েছিলাম। চিন্তা ছিলো বিকালের মধ্যে ঢাকায় ফিরে অফিসে যাবো। যাক সেটা হলো না, অফিসে গিয়েছি রাত পৌনে ৮টায়। যা হোক আসল কথায় আসি, কথাটা হলো ফরিদপুর যাত্রায় আমার রথ দেখার সাথে কলা বিক্রি হয়ে গেছে। জনাব সম্পাদক মাহমুদুর রহমানের আ'লীগ বিরোধী মনোভাবের কারন স্বচোখে দেখার সৌভাগ্য হলো। বেলা ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের সামনে দাড়ানো। হঠাৎ করে সেখানে দাঙা পুলিশ ও কিছু যুবকের উপস্থিতি। চারদিকে সতর্ক চাহনি। বুঝতে পারলাম কিছু একটা হতে চলেছে। প্রথম ভেবেছিলাম যুব কিংবা ছাত্রলীগের কোন পাতি নেতা জামিনে বেড়িয়ে এসেছে। কিন্তু কিছু পরেই আসল রহস্যের সন্ধান পেলাম। ছাত্র কিংবা যুবলীগ না তারা ছাত্র ও যুবদল। মাহমুদুর রহমনের জন্য অপেক্ষা করছেন। তিনি আসলে তাকে সহ জেলা প্রশাসকের কাছে বিএনপি আহুত কর্মসূচীর অংশ হিসেবে স্মারকলিপি দেয়া হবে। নির্ধারিত সময়েই আসলেন জনাব মাহমুদুর রহমান। চারদিকে মুর্হু মুর্হ শ্লোগান। মাহমুদ ভাই জিন্দাবাদ। প্রথমে বুঝতে পারিনি। এই মাহমুদ ভাইটা কে? কিন্তু সামনে আসতেই সব পরিস্কার। এটা তো কারাভোগকারি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।[sb] বাহ, একজন সাহসি সম্পাদক কিভাবে একটা দলের কর্মী বনে গেলেন। । বুঝতে পারলাম তার লম্ফ ঝম্ফ'র কারনটা। তবে এতে আমার কিছু না, যখন দেখলাম সম্পাদকের পেছন পেছনে ওই পত্রিকাটির বার্তা বিভাগের প্রধান আবদাল ভাই ও এসেছেন। তখন কিছুটা আহত হলাম। ছি: এটাই কি সাংবাদিকতা। পরের বিষয়খানা বলছি, বিকালে যখন ফিরছি, তখন আবার সৈন্য সমেত মাহমুদুর রহমান। এবার মানিকগঞ্জ'র রাজপথে। মনে হয়েছে রাস্তাটি যেন মাহমুদুর রহমানের বাব-দাদাদের কেউ একজন বানিয়ে রেখেছেন। গোটা রাস্তা সৈন্যদের মটর বাইক। যা মিট মিট করে চলছে। আমি পিছনেই একটা বাসে, কিন্তু বাসটি যেতে পারছে না। কারন সামনে নেতার গাড়ি। জনাব মাহমুদুর রহমান অন্যকে কষ্ট দিয়ে বড় নেতা হওয়া যায় না।
আলোচিত ব্লগ
জামাত কি দেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাতে চায়? পারবে?
অন্য যে কোন সময়ে জামাতকে নিয়ে মানুষ যতটা চিন্তিত ছিলো, বর্তমানে তার থেকে অনেক বেশী চিন্তিত বলেই মনে করি।

১৯৭১ এ জামাতের যে অবস্থান, তা নিঃসন্দেহে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা গান্ধীর চোখে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত-পাকিস্তান সম্পর্ক: ওরিয়ানা ফলাচির সাক্ষাৎকার

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফলাচি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার নেন। এই সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধ, শরনার্থী সমস্যা, ভারত-পাকিস্তান সম্পর্ক, আমেরিকার সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি এবং পাকিস্তানে তাদের সামরিক... ...বাকিটুকু পড়ুন
=যাচ্ছি হেঁটে, সঙ্গে যাবি?=

যাচ্ছি হেঁটে দূরের বনে
তুই কি আমার সঙ্গি হবি?
পাশাপাশি হেঁটে কি তুই
দুঃখ সুখের কথা ক'বি?
যাচ্ছি একা অন্য কোথাও,
যেখানটাতে সবুজ আলো
এই শহরে পেরেশানি
আর লাগে না আমার ভালো!
যাবি কি তুই সঙ্গে আমার
যেথায়... ...বাকিটুকু পড়ুন
আগামী নির্বাচন কি জাতিকে সাহায্য করবে, নাকি আরো বিপদের দিকে ঠেলে দিবে?

আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।