সুখবর! সুখবর! সুখবর! আগামীকাল হরতাল। এই উপলক্ষ্যে একটা আড্ডা পোষ্ট দিলাম। তবে কিছুটা ব্যতিক্রমি। এখানে বিভিন্ন বিষয়ে চাপাবাজি চলবে। তবে আঞ্চলিক ভাষায় চাপাবাজিকে বেশি উৎসাহ দেয়া হবে।
আমাদেরই আলোচনায় যাতে জানা আপু ব্যাঘাত না ঘটাতে পারেন তাই উনাকে কিছুক্ষন আগে কমেন্ট ব্যান করে এসেছি।
যাই হোক, এখানে মাল্টি নিয়েও আপনি আসতে পারেন। আমার দুটো মাল্টি আছে। এর মধ্যে একটা হইল দূর্যোধন আর একটা ফিউশন ফাইভ। তাই একটু খেয়াল কইরা কিন্তু
সর্তকতাঃ জামাত শিবিরকে নিয়ে কোন প্রকার চাপাবাজী বরদাস্ত করা হবে না। আগামীকালকে এমনিতেই একটি ডিমপ্রাপ্ত ছাগুকে গলায় দড়ি দেয়ার ব্যবস্থা হচ্ছে। এই অবস্থায় তাহাদের চরিত্র ফুলের মত পবিত্র এই জাতীয় কোন প্রকার প্রকার চাপাবাজী গ্রহনযোগ্য নয়।
শুভ কামনা ঝাপিড়ে পড়ুন চাপাবাজিতে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


