বাংলাদেশের প্রথম ও সবচেয়ে বড় ব্লগিং প্ল্যাটফর্ম সামহোয়্যারইন ব্লগ এবার ব্লগারদের জীবনের গল্প, ভাবনা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি নিয়ে শুরু করতে যাচ্ছে এক ভিন্নধর্মী পডকাস্ট সিরিজ — “ব্লগারদের গল্প”।
ব্লগিং কেবল লেখালেখির মাধ্যম নয়, এটি এক সময়, এক প্রজন্মের কণ্ঠস্বর, এক আন্দোলনের নাম। সেই আন্দোলনের হৃদস্পন্দন এবার শোনা যাবে শব্দে, অনুভব করা যাবে বাস্তবতায়।
প্রথম ধাপে আমরা শুধুমাত্র বাংলাদেশে অবস্থানরত ব্লগারদের গল্প নিয়ে এই আয়োজন শুরু করতে চাই। এই উদ্যোগ আমাদের জন্য শুধু একটি সৃজনশীল প্রয়াস নয়, বরং একটি সম্ভাব্য বিকল্প আয়ের পথও হতে পারে। পরীক্ষামূলকভাবে শুরু করা এই সিরিজ সফল হলে আমরা তা আরও বিস্তৃত করার পরিকল্পনা করেছি।
এই স্বপ্ন সফল করতে আমরা খুঁজছি কিছু শুভাকাঙ্ক্ষী স্পন্সর, যারা ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিকভাবে আমাদের পাশে দাঁড়াতে আগ্রহী। আপনি যদি একটি ব্র্যান্ড, প্রতিষ্ঠান বা ব্যক্তি হিসেবে এই উদ্যোগের অংশ হতে চান এবং স্পন্সরশিপের সুযোগ ও সুবিধা সম্পর্কে জানতে আগ্রহী হন — আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
চলুন, আমরা একসাথে গড়ে তুলি আমাদের গল্প বলার নতুন এক মঞ্চ।
যোগাযোগ করুনঃ
[email protected]
অথবা চাইলে সরাসরি আমাকে নক দিতে পারেন বিস্তারিত তথ্যের জন্য।
ইমেইল যোগাযোগের জন্যঃ [email protected]
শুভেচ্ছা রইল
কা_ভা।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




