যখন থাকো পাশে আমার
চারিপাশে ছড়িয়ে থাকে শুধু
বেলী ফুলের সেই প্রিয় ঘ্রাণ।
যখন দেখি পাশে তুমি নেই
সে ঘ্রাণও কেন বড্ড অপ্রিয় লাগে?
জানার ইচ্ছে যে অনেক...!
তোমায় জানলাম, তুমি কে তা জানা হলো না!
তোমায় শুধু তুমিই বলে গেলাম।
কী অদ্ভুত এ জীবন!
তবুও সার্থক জনম মোর
তোমায় না জেনেও জানলাম
তুমিই পারো করতে রঙীন সময়,
পারো ছড়িয়ে দিতে চারিপাশে সেই সৌরভ
আবার তুমি, শুধু তুমিই পারো
আঁধারে পরিপূর্ণ করে দিতে এই আমায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



