তোমার মনে গ্রহণ হইলে আমার নাই উপায়
বন্ধু, আমি নিরুপায়
আকাশ ভাইঙা ঝড় উঠে রে
বাদল অঝর ধারা
সাগর-নদী ভাঙো দু'কুল
নগর বসত হারা
তোমার মনে ঝড় উঠিলে আমার নাই উপায়
বন্ধু, আমি নিরুপায়
সাঁঝের পরে রাত্রি নামে
অাঁধারে সব হারা
নিভু নিভু প্রদীপ জ্বলে
ঘর ভরে তার ছায়া
তোমার মনে রাত্রি হইলে আমার নাই উপায়
বন্ধু, আমি নিরুপায়
চাঁদের আলোয় লাগলে গ্রহণ সূর্য নিরুপায়
তোমার মনে গ্রহণ হইলে আমার নাই উপায়
বন্ধু, আমি নিরুপায়...
------------------------
লিংকঃ
[link|http://www.esnips.com/doc/e50d1c13-57ab-472b-8b55-b3617e08dc1c/Grohon|e
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০০৬ রাত ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



