ব্যথা, তুমি চিরজীবী হও
কী জানি হয়েছে আমার
হয়তো জটিল কোনো রোগ
ভুগছি প্রতিটি মুহূর্ত
ব্যথা, অসহ্য ব্যথা-
বুকে, মাথায়... কোথায় নয়!
ব্যথার পথচলা থামে না,
শুধু দিক পরিবর্তন করে
ব্যথারও বোধহয় ঘুম আসে না
সারাক্ষণ শুধু এপাশ-ওপাশ করে
কখনো কখনো গড়িয়ে নীচে পড়ে যায়
উঠে দাঁড়ায় পরক্ষণেই, শীর্ষে পৌঁছায়
কখনো বা কষে একখানা লাথি হানে
মাঝেমধ্যেই কামড় বসায় সূঁচালো দাঁত দিয়ে
রক্তের শীতল স্রোত বয়ে যায় সর্বাঙ্গে-
শিরদাড়া বেয়ে বেয়ে কী যেন উঠে আসছে!
হুল ফুটানোর অসহ্য যাতনায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।
কখনো বা সে রেগে উঠে; গলনাংকে পৌঁছা লৌহের তরল ঢেলে দেয়
জ্বলে ওঠে গলা হতে বুক, পেট-- কোষ হতে কোষান্তরে
অণু-পরমাণুর বিস্ফোরণ ঘটতে থাকে অনবরত-- আণবিক-পারমাণবিক।।
মৃত্যু কামনা করি। না, না ব্যথার নয়। আপন সত্ত্বার। আর প্রার্থনা করিঃ
ব্যথা তুমি চিরজীবী হও। ক্ষণজীবী আমায় খাও কুড়ে কুড়ে।
অসহ্য ব্যথার মাঝে থাকে যে ব্যথাহীন ব্যথা সে ব্যথা সহ্য করা দায়!!!
===================================================
০১ ঃ ৩৯ ঘটিকা
২৮ মার্চ ২০০৭।
যঃঃঢ়://ঢ়ৎড়লধহসড়-পযধঃ.রহভড়/রহফবী.ঢ়যঢ়?নৎধহপয=ষড়মরহ
===============================
যঃঃঢ়://সৎববহসড়ু.নষড়মংঢ়ড়ঃ.পড়স/
===========================
অপরাধবোধ
না বোধের কাছে অপরাধী?
আমি আকাশে ঈশ্বর খুঁজি
অথচ আসমানী রঙটুকুই দেখা যায়
ঈশ্বর কি তবে ব্যক্তিবিশেষের?
যোগ্যতা কাকে বলে
কোনটা জরুরী সুযোগ না যোগ্যতা?
বুকে হাত রেখে বলো আমায় ভাবোনি
সময়ের খন্ডাংশেও কি
আমি তোমার যোগ্য ছিলাম না?
আমি আকাশে ব্যক্তিবিশেষের ঈশ্বর খুঁজি
একটা প্রশ্নের উত্তর বড্ড জরুরী-
যোগ্যতা যদি ছিলো
তবে কেনো সুযোগ সৃষ্টি করোনি
নিজেকে কেনো অপরাধী প্রমাণ করো বারবার?!?
=======================
যঃঃঢ়://িি.িভষরপশৎ.পড়স
যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ৎঁহহরহমঢনষড়ম
যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/লযধৎধথঢ়ধঃধনষড়ম/ঢ়ড়ংঃ/28695305
ঢ়ীিশত্তঃ লওিঃ িড়্রশ খ্র্বীজ
অশি ঢ়ীিশত্তঃ লওিঃ িড়্রখৃ
ঢ়ীিশত্তঃ ত্তগত্তছ হ্মশ্ছবল্প ভফ্রিড়
যুহণ ীবন্ডঃ র্রখৃ
ঢ়ীিশত্তঃ লওিঃ িকমিস্ন খ্র্বীজ
ঢ়ীিশত্তঃ লওিঃ িগস্ফবৃ
ঢ়ীিশত্তঃ ত্তগত্তছ ষষি ড়ম্রত্তজশ
কীঠফ ড়াকস্ফবৃ
ঢ়ীিশত্তঃ লওিঃ িকঞ্জ খ্র্বীজ
ঢ়ীিশত্তঃ লওিঃ িত্তবন্ডরৃ
ঢ়ীিশত্তঃ ত্তগত্তছ একষ িন্রব্রশ
অরিশি ত্তছন্ িত্তররৃ
==========================================
যঃঃঢ়://িি.িফবংশঃড়ঢ়সড়ফবষ.ফব/রহফবী.যঃসষ
==============================================
ফুল
ফুল হল আনন্দময়,
মমতায় ঘেরা এক কলি।
ফুলের ঘ্রাণ থাকবে যেথা
ছুটে আসতে হবে সেথা
মনে হয় যেন থাকি।
যেতে ইচ্ছে করছে না হায়!
কি যে আজ করি ?
পাড়ি দিতে হবে সাত সমুদ্দুর
তাইতো আমি চলি।
দুয়ারী
সেদিন আমি দুয়ার খুলে
দুয়ারীর পথ চেয়ে
দাঁড়িয়ে থেকে তোমারি জন্য
দেখি যদি এসেছ তুমি।
বিকেল বেলা একলা বসে
ডেকেছ কারে কারে,
ছোট্ট ছেলের দল যেন রয়েছে
তোমারি চারপাশ ঘিরে।
কত মজা কত ছন্দের ছলে
কিনে নিয়েছ তাদের মন;
তাইতো তোমায় করে নিয়েছিল
তাদেরই আপনজন।
দুয়ারী দুয়ার ঘুরে ঘুরে তুমি
হেঁটেছ একলাপথ
তাইতো তুমি করেছিলে
বড়ই মহব্বত।
তাইতো তোমার জন্য আমি
রেখেছি দুয়ার খুলে,
অপোয় থাকব আমি
কবে আসবে ফিরে।
দুঃখ
একটা কিছু হারিয়ে গেলে
দুঃখ পেতে হয়।
দুঃখে ভরা নয়ন জলে
ব্যথা পেতে হয়।
বুকের মাঝে ব্যথা থাকলে
চেপে রাখতে হয়
মুখ ফস্কে বেরিয়ে গেলে
আরো কষ্ট পেতে হয়।
আছে যার ব্যথা চেপে রাখার
সহ্য ক্ষমতা
পাবে সে মনের সুখ
শুনতে হবে না আর কথা।
চলে যাওয়া
চলে গেলো, চলে গেলো,
রেখে গেলো শুধু
স্মৃতি আর ভালোবাসা।
সেই নীতিবান, সেই গুণবান
লোকটা চলে গেলো আজ
এই আমাদের পৃথিবী ছেড়ে
তার ভালোবাসা, তার মমতা,
কেড়ে নিয়েছে হাজারো মানুষের মন।
সে চলে গেলো। সে চলে গেলো।
ইচ্ছা
কাজ যতই বড় হোক
ইচ্ছা থাকলে হবে।
না থাকলে ইচ্ছা
ভুলের প্রায়শ্চিত্তে রবে।
সবারই ইচ্ছা থাকে
বড় কিছু হবে,
পরিশ্রম না করলে
স্বপ্নের মাঝেই রবে।
ইচ্ছার পাশাপাশি
পরিশ্রম রবে;
দুটো না থাকলে
গোল্লায় যাবে।
আল্লাহ
আল্লাহর যত নির্দেশ আছে
পালন করো সবে।
পৃথিবীতে সুখ না পেলে
বেহেশ্তে পাবে।
আমরা সবাই নবীর উম্মত
আল্লাহর বান্দা
তাইতো পাবে শান্তি
এতো পাবে আর কারা।
আল্লাহ এতো মহান
আল্লাহ এতো মহান
বুঝবেনা যারা
তারা কাফেরগণ।
পালন করো আল্লাহর নির্দেশ
সময় থাকতে
তাহলে পাবে পরকালে
মনের সুখে থাকতে।
অপূর্ব
কি অপূর্ব এই পৃথিবী
কি অপূর্ব এই দৃশ্য
দেখে যেন চোখ জুড়ায় না!
কি অপূর্ব বিধাতার এই সৃষ্টি!
সোনালী এই ত্রে
বাতাসের সাথে যেন
মিতালী করে চলেছে।
কি অপূর্ব সমুদ্রের তীর!
ওপারে রাঙা সূর্যটার ডুবে যাওয়া
কি অপূর্ব!
কি মাতাল হাওয়া
মনে হয় যেন উড়ে চলেুছ।
কি অপূর্ব! কি অপূর্ব!
===============================================
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



