
সম্প্রতি বলিউডি তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন এল ম্যাগাজিনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেই জানা গেছে। ম্যাগাজিনটির সাম্প্রতিক ইস্যুর প্রচ্ছদে তার ছবির উজ্জ্বলতা বাড়ানোর অভিযোগে ক্ষিপ্ত তিনি। খবর স্ক্রিন ইন্ডিয়ার।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফ্যাশন ম্যাগাজিন এল -এর সাম্প্রতিক ইস্যুর প্রচ্ছদে ৩৭ বছর বয়সী এই তারকার গায়ের রঙ ডিজিটালভাবে উজ্জ্বল করা হয়েছে। এ কারণে ম্যাগাজিনটির বিরুদ্ধে বর্ণবাদেরও অভিযোগ আনা হয়েছে।
এ প্রসঙ্গে অ্যাশের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছেন, ‘এই যুগে এসেও এ ধরনের ঘটনা ঘটতে পারে সেটা বিশ্বাসই করতে পারছেন না অ্যাশ। কারণ এখন আর নারীদের গায়ের রঙ দিয়ে তাদেরকে মূল্যায়ন করা হয় না। তাদের মূল্যায়ন করা হয় তাদের মেধার কারণে।
তিনি বলেছেন, অ্যাশ এই মুহূর্তে ছবিতে তার গায়ের রঙ ফর্সা করার অভিযোগের সত্যতা যাচাই করছেন। এর সত্যতা প্রমাণিত হলেই তিনি এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’
এ ব্যাপারে অবশ্য ঐশ্বরিয়া বা এল ম্যাগাজিন কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




