তখন চাকুরী জীবনের মাত্র ২-৩ বছর পেরিয়েছে । এম.ডি সাহেবের ভাইয়েরা ও ছিল কোম্পানীর পরিচালক । যদিও তারা প্রশাসনিক কাজে সরাসরি অংশ নিতো না, তবে কোম্পানীতে পণ্য সরবরাহ করতো । হিসাব বিভাগের দায়িত্ব আমার । এম.ডি সাহেব একদিন তার এক ভাইয়ের হিসাব দেখে আপ টু ডেট করতে বললেন ভদ্র লোক এক সময় স্কুল মাষ্টার ছিলেন । বিভিন্ন হিসাবে তার দেনা পাওনার যে চুড়ান্ত হিসাব বেরুলো তাতে তিনি নাখোশ হলেন । কারণ তার মন মতো তার হিসাব টি করিনি । শেষে তাকে বললাম আপনার কিছু বলার থাকলে এম.ডি সাহে কে বলুন শেষে বেশ রাগ করে তার পাওনা চেক নিয়ে চলে গেলেন ।
এর ঘণ্টাখানেক বাদে ফোন করলেন আমাকে ।রাগত কণ্ঠস্বর। তুই কি জানিস, যে কোম্পানীতে চাকুরী করিস আমি সে কোম্পানীর একজন মালিক ?
আমি : জানি
যেহেতু তুই চাকুরী করিস তাই তুই চাকর । আর আমার কোম্পানীতে চাকুরী করিস তাই আমার ও চাকর । তাহলে আমার কথামত হিসাব করলি না কেন ? তোর চাকরী বের করছি আমি ।
প্রায় ২০ বছর আগের ঘটনা এটা ।
শেয়ার করুন আপনার কিছুৃৃৃৃৃৃ কথা ৃ. . . . .

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




