ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশনে আজ,
মোবাইলে বোনাস পাওয়াই ছিল দিনের প্রথম কাজ
পথে-প্রান্তরে কিউপিড আক্রান্তরা হেলছে-দুলছে ঐ,
রঙ্গিন পোষাক, হাসি মাখা মুখে ফুটছে কথার খই ।
ভালোবাসা কাছে আনতে চায় অনেকে বোনাসে,
কেএফসি, পিজ্জা হার্ট কিংবা হাই-ফাই আড়ঙ্গে।
খেতে গেলে হ্রাসকৃত মূল্যের মজাদার খাবারের তালিকা,
ভালবেসে সব খায় আজকের শাহাজাদী মালিকা।
তারপর মানিব্যাগ কেটে-ছেঁটে ক্ষীণকায়,
উৎসবের পর তিনি তাই অধরাই থেকে যায়
এইভাবে ভালোবাসা দিবসের সেলিব্রেশন চলছে আজ,
আমি তাই কাজ ফাঁকি দিয়ে, দিচ্ছি বসকে ভীষণ ভাঁজ।
হিসেব করে অফনেটের বোনাসগুলো করতে হবে খরচ,
কাজের ফাঁকে কথা বলে সবার তাই খবর রাখার গরজ।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




