ভালো বাসার খোয়াব

এখনো কিছু সুর বাজেে হৃদয়ে-
কিছু স্মৃতি ভাসে চোখে,
রাতের অন্ধকারে ভেসে আসে খোয়াব,
চোখের কোনে খোঁজে আলোর ছায়া।
ফেলে আসা দিনগুলো বড্ড জালায়, অজানা ব্যাথায় কাতর হই।
চোখের কোনে হীমকনাগুলো অঝরে ঝরে,
ঝোপের ধারে গভীর রাতে
ডাহুকটি ডাকে বিষাধের সুরে।
তোমার নিঃশ্বাসে ভেসে যায় রাতের গহ্বর,
অন্ধকারও যেন চুম্বন করে তুমার স্মৃতির ধর।
প্রতিটি ছায়া ফেলে... বাকিটুকু পড়ুন









