আমাকে একটি কবিতার পট দাও
যেখানে আমি কবিতার স্তবকে-স্তবকে ফুটাতে চাই
একরাশ বেগুনী বন ফুলের ঝাঢ়
যেখানে আকিঁতে চাই তোমার আর আমার পাঁচ বছরের প্রণয়ের
সুখ স্বপ্ন খচ্চিত একটি স্তম্ভ।
প্রথম ভাল লাগার পরিচয় ক্ষনে মাক্রোসেকেন্টে আবেগী মন
বাজিয়েছিল অর্ফিয়াসের বাশরি।
শরীরে ভেসে গিয়েছিল ছিচল্লিশ হাজার কারেন্ট ভোল্টেজ;
অতপর ।
তোমার লাজুক চেহেরায় ফুঠে ওঠেছিল
প্রেমে উচ্ছলিত এক স্বপ্ন সাগর,
প্রবিত্র প্রেমের এক নহর কেটে গেল বেশ কয়টি বছর ।
তারপর লিখতে হল বিষাদের কাব্য
তুমি আর অামি ব্যবধানের এক পাহাড়
তা ডিঙ্গানো কি সাধ্য তোমার
এবার কুয়াশার চাদঁরে আবেগী হৃদয়
হয়ে ওঠল আবছা স্মৃতি।
আমাকে একটি কবিতার নদী দাও
যেখানে আমি ভাসাতে চাই নীল রঙ্গা পাল তোলা তরী
অনেক দূরে অবগাহণে আমি মিলিয়ে যাই
আধারের গহ্বরে একাকী বিলীন আমি
পালে আমার দোল দেয় শরতের দূর্বল বাতাস
একটু একটু করে পাড়ি দেওয়া নৌকা অামার
গন্তব্য পোছাতে আরো কত কাল
শরৎ গেল হেমন্ত , শীত ও গেল
ফিরে এল বসন্ত
শুধু আমার ফেরা হলনা।
ছবি চয়ন সহব্লগার সাদা মনের মানুষ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



