
এখনো কিছু সুর বাজেে হৃদয়ে-
কিছু স্মৃতি ভাসে চোখে,
রাতের অন্ধকারে ভেসে আসে খোয়াব,
চোখের কোনে খোঁজে আলোর ছায়া।
ফেলে আসা দিনগুলো বড্ড জালায়, অজানা ব্যাথায় কাতর হই।
চোখের কোনে হীমকনাগুলো অঝরে ঝরে,
ঝোপের ধারে গভীর রাতে
ডাহুকটি ডাকে বিষাধের সুরে।
তোমার নিঃশ্বাসে ভেসে যায় রাতের গহ্বর,
অন্ধকারও যেন চুম্বন করে তুমার স্মৃতির ধর।
প্রতিটি ছায়া ফেলে আলোয়, তুমি পাশে থাকো না,
তবু হৃদয়ের নদীতে ঢেউয়ের মতো ছুঁয়ে যাও তুমি বারবার।
সময়ের স্রোতে হারিয়ে যাই, খুঁজে পাইনা ঠিকানা,
তবু তোমার চোখের গভিরতা করে আমার জগৎ আলোকিত।
প্রেম শুধু আকাঙ্খা নয়, এটি চেতনার ধ্বনি,
যেখানে দু:খ আর সুখ একসাথে গেয়ে যায় চিরন্তন গান।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



