নেট ঘাটতে ঘাটতে একটি কবিতার সামনে পড়ে গিয়েছিলাম। কী মনে করে পড়ে ফেললাম। শামীম বিন সাহেব এর লেখা ‘আমি মধ্যবিত্ত’ কবিতাটি ভাল লেগে গেল। আর ভালো লাগবেই না কেন- এ তো আমাদের জীবনের বাস্তব রূপ।
‘চিত্তে নিত্য খেলা করে অবিরাম, শত কল্পনা।
মরুবাস্তবতায় মন আল্পনা আঁকে কত;
ধুলিঝড়ে মুছে যায় আবার, হয়ে যায় নিশ্চিহ্ন।
তিনচাকাওয়ালা রিকশা চলছে ঘোমটা দিয়ে,
আমার স্বপ্নগুলো জমেছে ওই ঘোমটায়,
পাশে বসা এক অর্ধাঙ্গী!
অপরুপা ওই সঙ্গী শুধুই স্বপ্ন, সে স্বপ্ন-
যত্ন করার সামর্থ্য আমার নেই।
বারেবারে ফিরে আসি তাই তপ্ত পিচে হাঁটায়!’
আসলেই তো আমরা মধ্যবিত্ত পরিবার শুধু স্বপ্ন দেখতেই জানি। আর এই স্বপ্নকে আগলে ধরে চেষ্টা করি বেঁচে থাকার। স্বপ্ন আশায় জীবনকে গড়গড়িয়ে টেনে নিয়ে যায়। জীবনের সঙ্গে পাল্টে যায় স্বপ্নের ছবিগুলোও। অবশ্য আমাদের স্বপ্নগুলোও থাকে মধ্যবিত্ত স্বপ্ন। অবশ্য এটাকে মধ্যবিত্ত না বলে ‘মধ্যবৃত্ত’ বলাই ভালো।
স্বপ্ন আমার বাবাও দেখেছেন; তার বাবা, তারও বাবা দেখেছেন। আর বংশ পরম্পরায় পাওয়া এই স্বপ্নগুলো অনেক যত্নে লালন করে চলেছি যুগের পর যুগ ধরে। এই ‘মধ্যবৃত্ত’ স্বপ্নদের আঁকড়ে ধরেই বহমান আমাদের এই জীবন নদীর ধারা।

সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



