বিএনপি একটি গণতান্ত্রিক দল। গণতন্ত্রে সহনশীলতা একটি অন্যতম উপাদান। যা বাংলাদেশের রাজনীতি তে সম্পূর্ণ অনুপস্থিত।বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকেই বিরোধী দলের প্রতি বিমাতাসূলভ আচরন করে আসছে। যার ধারাবাহিকতায় আজ বাড়ি থেকে উচ্ছেদ হলেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।
কিন্তু সমস্যা হলো বেগম জিয়া বাড়ি থেকে উচ্ছেদ হবার পর বিএনপি আজ হরতাল ডেকেছে। অতীত অভিজ্ঞতা হরতালের প্রতি মানুষকে বিতস্রদ্ধ করে তুলেছে । অন্যদিকে হরতালের ফলে ঈদে বাড়ি গামী সাধারন জনগন মারাত্মক সমস্যার সম্মুখীন হবে। বি এন পি কে আজ ভাবতে হবে। দেশের আপামর জনসাধারনের কথা চিন্তা করে এ হরতাল নিয়ে ভাবা উচিৎ। হরতালে কার ক্ষতি আর কার লাভ তাও ভাবতে হবে । বি এন পি কি এতটুকু জনস্বার্থ নি য়ে ভাববে না?
পৃথিবীর যেকোন অঞ্চলের চেয়ে এদেশের মানুষ সর্বাধিক ধর্মপ্রাণ। আর তাই এখানকার মানুষের মধ্যে ধর্মীয় অনূভূতি তাই তীব্র ভাবে কার্যকর। বি এন পি র হরতাল এ ধর্মীয় অনূভূতি কে আঘাত হানবে বিভিন্ন ভাবে।
প্রথমত ঈদে মানুষ ঘরে ফিরতে চরম ভোগান্তির শিকার হবে।
দ্বি তী য়ত মানুষ কোরবানী র পশু কি ন তে সমস্যার মুখো মুখি হবে।
তৃতী য়ত পর্যাপ্ত গবাদি পশু সরবরাহ বি পর্যস্ত হবে ।
এতে করে সাধারন মানুষ বি এন পি র উপর চরমভাবে বি রক্ত হবে । যা পরবর্তি তে বি এন পি র জন প্রি য়তায় ধ্বস নামাবে ।
সুতরাং বি এন পি র আজ ভালভাবে ভাবতে হবে । বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ বিসর্জণ দিতে হবে । দেশের আপামর জনসাধারনের কথা ভেবে হলেও এ হরতাল প্রত্যাহার করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




