ছোট বেলায় একটি গল্প শুনেছিলাম, রাজার বউ কে ভালবেসে বলেছিল, জান তুমি এখান থেকে একটানা যতটুক সামনে দিকে হেটেঁ যেতে পারবে তুমি পেছনের দিকে তাকানোর আগ পর্যন্ত ঠিক তথটুক পযর্ন্ত আমি একটি পুকুর খনন করবো, তোমার নামে। রাণী তখন বলেছিল মহারাজা আপনি যা বলেছেন তা কি সত্যই করবেন ?
তখন রাজা সাহেব উত্তেজিত হয়ে বলেছিল রাজা এক জবানের মানুষ। আমি যা বলি তা করি। তখন রাজা, উজির এবং সৈন্য সেনা দেশের গন্যমান্য ব্যাক্তি সবার উপস্থিতিতে রানী নির্দিষ্ট জায়াগা থেকে হাঁটা শরু করলেন। হাঁটতে হাঁটতে রাণী অনেক দূর এগিয়ে যাওয়ার পর হাঠাৎ উজির সাহেব পিছন থেকে রাণী কে ডাকদিলেন রাণী সাহেবা রাণী সাহেবা করে চিৎকার করলেন।
তখন রানী দাড়াঁলেন এর পর পিছনের দিকে তাকালেন, রাজার কথা অনুযায়ী পুকুরের সীমানা ও খানে শেষ। এর পর রাজা উজির কে উত্তোজিত হয়ে জিজ্ঞসা করলেন, উজির সাহেব আপনি এইটা কি করলেন? তখন উজির সাহেব রাজা কে বলেন রাজা সাহেব আপনি কি হিসাব করে দেখেছেন এই পযর্ন্ত পুকুর খনন করতে যে টাকা লাগবে আমাদের কোষাগারে সেই পরিমান সম্পদ নেই। অবশেষে রাজার কথানুযায়ী পুকুর খনন শুরু করলেন পুকুর ৫০% খনন করার পর রাজার কোষাগারের সব সম্পদ শেষ হয়ে গেল, এর পর রাজা জনগণের থেকে লোন নিয়ে বাকী কাজ শেষ করলো। পরে দেখা গেল রাজ্য দুভি দেখা দিল আর দুভি মোকাবিলা করতে পারলেন না রাজা। অবশেষে রাজার পতন হলো। রাজার বিলাসিতার জন্য দেশে দুভি হলো জনগন না খেয়ে মারা যেতে লাগলো সারা রাজ্যে হাহাকার শুরু হলো। বাংলাদেশে নতুন আন্তর্জাতিক বিমান বন্দর করা মানে বোকা রাজার গল্পের মতো হবে না তো!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




