
এলিসা গ্রানাটো!
খুব সম্ভবত গোটা বিশ্ব এখন এলিসা গ্রানাটো'র দিকে তাকিয়ে রয়েছে! করোনা ভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড হতে সারা গিলবার্ট যে ভ্যাকসিন আবিস্কার করেছেন, সেটির প্রথম ভলান্টিয়ার হিসেবে এলিসা গ্রানাটো সেটি তার নিজ দেহে গ্রহন করেছেন। শরীরে প্রয়োজনীয় এন্টিবডি তৈরি হলে এরপর তার শরীরে দেয়া হবে করোনা ভাইরাস। ভাইরাসের বিরুদ্ধে তৈরি হওয়া এন্টিবডি কাজ না করলে তার মৃত্যুও হতে পারে।
পৃথিবীতে মানব প্রজাতি রক্ষায় এমন হাজারো এলিসা গ্রানাটো তাদের নিজের জীবন বিপন্ন করে নিরন্তর কাজ করে চলেছেন! আর আমরা তাকিয়ে রয়েছি তাদের দিকে।
স্যালুট এলিসা গ্রানাটো এবং সম্মুখ সমরের সকল নীলকন্ঠ করোনা যোদ্ধাদের!
"সংগৃহীত"
এটা আমার নিজের লেখা নয়, কিন্তু ভাবলাম সবার সাথেই এটা শেয়ার করা উচিত, তাই পোস্ট আকারে দিলাম।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




