শপিংমল গুলোতে পণ্য দরদাম করা যায় না। তবে অনেক সময় মূল্য ছাড় দিয়ে থাকে।
চীনা শব্দ 打折(dă zhé) মানে ডিসকাউন্ট। আপনি যদি কখনো চীনে যান তাহলে দেখবেন যে বিভিন্ন পণ্যের সামনে ব্যানার কিংবা পোস্টারের মতো কিছু একটা লাগানো। বিভিন্ন উৎসব অথবা সিজনাল পোশাকের ক্ষেত্রে সিজনের শেষের দিকে এগুলো সবচেয়ে বেশি দেখা যায়। উদাহরণস্বরূপ বলা যায়, শীতের শেষে আপনার শীতের কাপড় প্রয়োজন নেই। ঐ সময় প্রায় সব শপিং মলেই এ ধরনের ডিসকাউন্ট পাবেন। যেখানে লেখা থাকে 打5折(dă 5 zhé), dă 7 zhé ইত্যাদি। এর মানে এই নয় যে, আপনাকে ৫ কিংবা ৭ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে। এখানে ৫ এবং ৭ সংখ্যাটি যথাক্রমে ৫০ এবং ৭০ শতাংশ নির্দেশ করে। তবে এটা ৫০ বা ৭০ শতাংশ ডিসকাউন্ট নির্দেশ করে না। এর অর্থ হচ্ছে আপনাকে গায়ের মূল্যের ৫০ শতাংশ কিংবা ৭০ শতাংশ মূল্য পরিশোধ করতে হবে।
একইভাবে, dă 8 zhé মানে ৮০ শতাংশ মূল্য পরিশোধ করতে হবে। অর্থাৎ ২০ শতাংশ মূল্যছাড়। ক্ষেত্র বিশেষে এই মূল্য ছাড়ের পরিমাণ ৯০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে!
চীনের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এধরনের হিসাব 'গণিত' হিসেবে খুবই সমাদৃত। চীনা ভাষার আইইএলটিএস নামে খ্যাত HSK4 এ অংশগ্রহণের সময় প্রায়শই এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




