নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্লের সাম্প্রতিক ঊচচ মূল্যের পাগলা গতির তোড়ে বাধঁা আয়ের আমরা বাজেট কমাতে কমাতে একে বারে শেষ সীমায় পৌছেছি। এমনকি অসুখ বিসুখও এখন বিলাসিতা বলে মনে হচ্ছে। মাথায় এখন সবসময়ের দুশ্চিন্তা কিভাবে সীমিত বাধাঁ আয়ে মাস সামলাবো কিংবা হঠাৎ আসা খরচের দায় শুধবো! কিভাবে বাড়তি আয় করবো? চেনা জনদের বলতে বাকী নেই বিকেলের পর কাজের খোঁজ এর জন্য। কোন সু সংবাদ নেই। প্রিয়জনদের সামান্য সাধ আহ্লাদ মেটাতে না পারার কষ্ট নিজেকে ছোট করে দেয় নিজের কাছে। অক্ষম ক্রোধে ফুসি, কাকে জানাবো? এ যেন আগুন খেয়ে অংগার বাহ্য করার যন্ত্্রনা।
অথচ নীরব সরকার; কিছুই নাকি করার নেই। বাজার নিয়ন্ত্রনে তারা ক্লীবের মতই অক্ষম।
আমি বুঝি না বৈদেশিক মুদ্রার রিজা্রভ হিসাব, বড় রাজনিতিক দের বিশাল সাজা কিংবা কানের ব্যথ্যায় বা পিঠের ফুটোয় বিদেশ যাত্রা। আমি বুঝি না ফিনিক্স এর পাঠানো মংগলের ছবি মাহাত্য, বুঝি না চিত্র প্রদশ্রনীর মাজেজা। আমি বুঝি না ভোটার আই ডি কাড্ বা নি্রবাচন রোড ম্যাপ। আমি শুধু বুঝি যে আমি ক্ষয়ে যাচছি শুধু মাত্র রাষ্ট্রীয় উদাসীনতায় অথবা ব্য থতায়।
এখন আমার বা আমার মত হোমো স্যাপিয়েন্স বাংলাদেশ বাসীদের কি করা উচিত বলে মনে হয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




