রোজা চলে এলো। সারাদিন অভুক্ত , খাদ্য সংযম আর বিকেল গড়িয়ে সনধ্যার অপেখ্খা ইফতারীর। কিনতু বিকেলের ঢাকার রাজপথে ট্রাফিক জ্যামের কথা মনে হলেই এখনি গায়ে জ্বর আসছে।
আচছা, রোজায় শুধু সারাদিন না খেয়ে থেকে ইফতারী তে অনেক খেয়ে আর ঈদে বেহিসাবী অপ্রয়োজনীয় কেনাকাটা করা টা কি আমাদের সমাজে দিনের পর দিন চলতেই থাকবে?
একদিকে খাবার বাজারে অস্বাভাবিক উরধগতি, অন্য দিকে মানুষের অপচয় - মেলানো যায় না। ক'দিন পরেই শুরু হবে ইফতার পার্টির নামে অপচয়ের মহোৎসব। শেরাটন, সোনারগা, রেডিসন, ওয়েস্টিন সহ নামী হোটেল গুলির ইফতার বুকিং হয়তো শেষ! আলো ঝলমলে রাজধানীতে থেকে আমরা হয়তো বুঝবো ই না কত ঘরে নি:শব্দে ঝরছে খুধার নি:শ্বাস!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




