অনেক দিন আগে মুহ: জাফর ইকবাল এর কোন এক লিখায় পড়েছিলাম যে তাকে এক বিদেশী বলেছিলেন '৭১ এ পাকি আরমী আর দেশী রাজাকার-আলবদর বাহিনী যে হত্যা-নিরযাতন চালিয়ছিলো তা অবিশ্বাস্য। এই নৃশংসতা এতই ভ্য়াবহ যে বিশ্বাস করা কঠিন। তাই তিনি সেই '৭৫-৭৬ ই পরামরশ দিয়েছিলেন প্রত্যক্ষদরশীদের এই সব কাহিনী বেশী বেশী করে লিখতে, ডকুমেন্টারী বানাতে, ওপেন শো করতে, না হ'লে পরবর্িত প্রজন্ম তা বিশ্বাসই করতে চাইবে না।
কথাটির গুরুত্ব বুঝছি এখন, যখন '৭১ এর রাজাকার পতাকা উড়িয়ে চলে গাড়ীতে, অসহায় মুক্তিযোদধা রিকশা চালায় কিংবা অভাবের তাড়নায় আত্নহত্যা করে পত্রিকার খবর হয়ে রাষ্ট্রিয় ম ্রযাদায় সমাহিত হ্য়ে বিদ্রুপের তীর ছুরে মারেন আমাদের। নিজামী গং রা অবলীলায় বলে '৭১ এ ভারত পাকিস্তান যুদধ হয়েছিলো, দেশপ্রেমিক জামাত দেশ রক্ষা করেছিল। বুদধিজীবিদের হত্যাকারী তারা নয়, আওয়ামী গুনডারা। কারন কেউ জামাতের বিচার করে নি। কোন প্রমান নেই। আওয়ামী সরকার ছিলো- তারাও পারেনি, কারন জামাত কোনো খুনের সাথে জড়িত ছিলো না।
কাজেই মুক্তিযুদধ সংশ্লিষ্ট মহান অগ্রজরা, প্লিজ অভিমান কষ্ট ভুলে বেশী বেশী ক'রে সেই আগুন ঝরা দিন গুলির কাহিনী লিখুন... জানান আমাদের সবাইকে, যেন ঘুমণ্ত বিবেক জেগে ওঠে, এগিয়ে নিয়ে যায় আমাদের পূ্রবসুরীদের রক্ত ঋণ শুধতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




