আমার দোস্তদের নিয়ে গত কাল একটা পোষ্ট দিয়ে দিয়েছিলাম। তাদের মাঝে সাবাই ই মেয়ে। আমাকে কয়েক জন প্রশ্ন করেছেন বয় ফ্রন্ডদের কথা নাই কেন? বা এই টাইপ। অনেক খোজা খুজির পর এক জনের কথা মনে পড়ে গেল। ওর সাথে শুধু ওয়ানেই পড়েছি। বন্ধু কি না জানি না। বন্ধুর সংজ্ঞা এখন ও ভাল করে জানি না। তখন ত জানতামই না। আগেই বলেছি রাগী/ বদ মেজাজী বলে আমার একটা দূর্ণাম আছে এবং ছিল। তাই ক্লাসের কারো সাথে খুব একটা ভাল সম্পর্ক ছিল না।
ইমন! অনেক বন্ধু হয়েছে তোমার, হয়ত ভূলে গিয়েছ। এটাই স্বাভাবিক। আমার আবার অনেক ছোট-খাটো ব্যাপার মনে থাকে তাই তোমাকে এখন ও মনে আছে। হয়ত সারা জীবন ই মনে থাকবে। তবে যেখানেই থাক যে অবস্থাতেই অননেএএএএক ভাল থেকো। শুভকামনা সব সময় তোমার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




