সোহেল ভাই কিডনির দুরারোগ্য ব্যাধি -Chronic Glomerulonephritis with Hypertension with End Stage Renal Failure on Haemo-dialysis -এ আক্রান্ত। তাঁর দুইটা কিডনিই পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বর্তমানে মিরপুরের কিডনি ফাউন্ডেশন হাসপাতালে অধ্যাপক হারুনুর রশীদ এবং মো: রুহুল আমিনের তত্বাবধানে চিকিৎসাধীন। তাঁর কিডনি প্রতিস্হাপন করতে হলে প্রায় ২৫ -৩০ লক্ষ টাকার প্রয়োজন। এই পরিমাণ টাকা তাঁর দরিদ্র পরিবারের পক্ষে সংগ্রহ করা একদম অসম্ভব। তাই আমরা আপনাদের সকলের কাছ থেকে মানসিক আর আর্থিক সহায়তা পাওয়ার জন্য অপেক্ষায় আছি। যত তাড়াতাড়ি সম্ভব সোহেল ভাইকে আর্থিক সহায়তার মাধ্যমে নিশ্চিত মৃত্যু থেকে ফিরিয়ে আনতে এগিয়ে আসুন।
অনুগ্রহ করে নিম্নের সেলফোন নম্বর গুলোতে যোগাযোগ করুন:
জুনায়েদ :০১৬৭১১৮১৮৪৫
মিজানুর রহমান : ০১৯১৪৩৭২৪৭৩
জগদীশ: ০১৭১০০২৯১৪৮
সোহেল ভাইয়ের সাহায্যার্থে টাকা পাঠাতে প্রয়োজনীয় হিসাব নং ও ঠিকানা :
একাউন্ট হোল্ডারঃ যৌথভাবে কাজল কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় এবং মোঃ মিজানুর রহমান
একাউন্ট নং-৩৪১১৫২৭৫
জনতা ব্যাংক , ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




