াকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহকদের জন্য মোবাইল ওয়েব ব্রাউজার অপেরা মিনির বিশেষ সংস্করণ চালু করেছে গ্রামীণফোন।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন হাজারেরও বেশি হ্যান্ডসেটে এই ওয়েব ব্রাউজার ব্যবহার করা যাবে। অপেরা মিনি ওয়েব পেইজের আকার ৯০ শতাংশ পর্যন্ত ছোট করে আনে বলে ওয়েব ব্রাউজিংয়ের গতি ও খরচ অনেক কমে আসে।
গ্রামীণফোন এবং ব্রাউজার প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপেরার পক্ষ থেকে যৌথভাবে অপেরা মিনির উদ্বোধন ঘোষণা করা হয় এ সংবাদ সম্মেলনে।
গ্রামীণফোনের প্রধান মার্কেটিং কর্মকর্তা এরিল্ড কাল বলেন, "ব্রাউজারটি ডাউনলোড করে ইন্টারনেটের অপূর্ব জগৎ উপভোগ করার জন্য গ্রাহকদের আহ্বান জানাচ্ছি।"
তিনি জানান, অপেরা মিনি ডাউনলোড করলে গ্রামীণফোন ব্যবহারকারীরা বিনামূল্যে এক সপ্তাহের 'ডেটা সার্ভিস' উপভোগ করতে পারবেন।
অপেরার প্রধান নির্বাহী কর্মকর্তা লার্স বোইলেসেন বলেন, "ব্রাউজিংয়ে নতুন অভিজ্ঞতা দিতে অপেরা মিনিকে বিভিন্ন ধরনের হ্যান্ডসেটে ব্যবহারোপোযোগী করার জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি।"
অপেরা মিনির বিশেষ সংস্করণ পেতে 'Opera' লিখে ৫০০০ নম্বরে এসএমএস করার জন্য অনুরোধ করেছে গ্রামীণ ফোন।
অপেরা মিনির এই সংস্করণে m.bdnews24.com অন্তর্ভুক্ত করা হয়েছে বিল্টইন বুকমার্ক হিসেবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




