ভালোভাসা দিবস উদযাপন উপলক্ষে কোনো ধরনের উপহার সামগ্রী তৈরি এবং প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। দেশটি মনে করে, এই দিবস পালন করলে ইরানে পাশ্চাত্য সংস্কৃতি ছড়িয়ে পড়বে। ইরানের গণমাধ্যম বুধবার এ তথ্য জানায়। প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়। ইরান এই দিবস উদযাপনে কোনো নিষেধাজ্ঞা আরোপ না করলেও পাশ্চাত্য মূল্যবোধ যাতে ছড়িয়ে না পড়ে এজন্য বার বার সতর্ক করে দিয়েছে। ইরানের ইসলামিক আইন অনুযায়ী অবিবাহিত জুটিদের মেলামেশা নিষিদ্ধ।
এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ‘ভালোবাসা দিবস সংক্রান্ত কোনো পোস্টার, ভাউচার, কার্ড এবং বক্সে ভালোবাসার চিহ্ন হিসেবে হার্ট বা লাল গোলাপ রাখা যাবে না। কেউ যদি এই নির্দেশ অমান্য করে, তাহলে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’ এদিকে ইরানের সরকারি ছাপাখানা মালিক ইউনিয়ন জানিয়েছে, এই নিষেধাজ্ঞা অনুযায়ী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো কার্ড, বক্স ইত্যাদি উপহার সামগ্রীতে হার্ট এবং লাল গোলাপের কোনো প্রতীক না রাখার নির্দেশ মেনে চলবে।
ছাপাখানা মালিক ইউনিয়নের প্রধান আলি নিকো সুখান সংবাদমাধ্যমকে বলেন, ‘বিদেশি উত্সবকে সম্মান করা মানে পাশ্চাত্য সংস্কৃতির প্রসার। আমাদের দেশের ভালোবাসা, দয়া এবং সহমর্মিতার অনেক দিবস আছে।’
মূল....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






