কিছু কিছু মানুষের অনেক কিছু থাকে,
কিছু মানুষের অনেক থেকেও যেন কিছু নেই,
কিছু মানুষের কোন কিছু না থেকেও অনেক কিছু আছে।
কিছু জীবনের হিসেব পরিপূর্ণ তবুও অপূর্ণ,
কিছু জীবনের হিসেব শুণ্য তবুও পরিপূর্ণ।
কিছু হাসিতে অনেক দু:খ থাকে,
আবার কিছু দু:খেও অনেক সুখ থাকে ।
কিছু চাওয়া শুধুই না পাওয়ার হাহাকার,
কিছু না চাওয়ার মাঝেও আবার পাওয়ার পূর্ণতা ।
কিছু স্বপ্ন ভঙ্গ হবার জন্যই জন্ম নেয়,
আবার কিছু ভাঙ্গা স্বপ্নও হঠাৎ সত্যি হয় ।
কিছু অন্তর্দহন চিরন্তন সুখ দেয়,
কিছু বাহ্যিক সুখে মনে তৈরী হয় ক্ষত ।
কিছু ভালবাসায় লুকিয়ে থাকে অবিস্বাস,
কিছু ঘৃণায় থাকে কাছে থাকার আকুলতা।
সব মিলিয়ে জীবনের হিসাবটা কেমন
সাধারণ মাত্রার জটিল সমীকরণ ।
সে কথাই বুঝি সত্যি-
একটি অবিশ্বস্ত মমতার চেয়ে
বিশ্বস্ত বিষমাখা তীর অনেক ভাল ।
.........................................
.......................................
এটি হলো বইটির ভূমিকা-আমার খুব প্রিয়, যা হৃদয় ছুয়ে যাওয়ার মত কিছু লাইন।
গত বইমেলায় প্রকাশিত হয়েছিল তাঁর ১ম গ্রন্থ "হৃদয়ে বসন্ত স্বাক্ষর"।
এই বইটি বই মেলার ২২২, ২২৩ নং স্টলে পাওয়া যাবে।
মুক্তদেশ প্রকাশন এটি প্রকাশ করেছে।
মূল্য: ১২০ টাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






