somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ কোয়ার্টারের ভেতরে কলগার্ল নিয়ে ফুর্তি করার সময় তার স্ত্রী আক্তারুন্নেছা লিজা ঢাকা থেকে এসে তাদের অসংলগ্ন অবস্থায় আটক করেন।

০১ লা জুন, ২০১২ সকাল ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলগার্ল নিয়ে ফুর্তি করা ওসি মোকসেদুল মোমিনের নেশা। যেখানেই যেতেন সেখানেই কলগার্ল নিয়ে মত্ত থাকতেন। এ কারণে তিনি যে থানায়ই দায়িত্ব পালন করেছেন সেখানেই নারীলোভী ওসি হিসেবে পরিচিত ছিলেন। সর্বশেষ কলগার্ল সাথী ওরফে মিনারাকে নিয়ে গোয়াইনঘাটের বাসায় অসংলগ্ন অবস্থায় ধরা পড়া ওসি মোমিনের নানা কাহিনী এখন পুলিশ বিভাগেই রটছে। তার এসব কর্মকাণ্ডে খোদ পুলিশের শীর্ষ কর্মকর্তারাই বিব্রত। আর পুলিশের তদন্তেই ফেঁসে গেছেন সিলেটের বহুল আলোচিত এই ওসি। তাদের রিপোর্টেই ওসি মোকসেদুল মোমিনকে নারী কেলেঙ্কারিতে দোষী কর্মকর্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে। গতকাল তদন্ত কমিটির সদস্যরা সিলেটের পুলিশ সুপারের কাছে তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন। সিলেট জেলা পুলিশের সিনিয়র এক কর্মকর্তা মানবজমিনকে জানিয়েছেন, পত্রিকায় ওসি মোকসেদুল মোমিন সম্পর্কে যা যা লেখা হয়েছে তার অনেক কিছুরই সত্যতা পাওয়া গেছে। এ কারণে তাকে দোষী চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। সিলেটের গোয়াইনঘাটে পুলিশ কোয়ার্টারের ভেতরে নিজ বাসায় কলগার্ল সাথী ওরফে মিনারাকে নিয়ে ফুর্তি করার সময় তার স্ত্রী আক্তারুন্নেছা লিজা ঢাকা থেকে এসে তাদের অসংলগ্ন অবস্থায় আটক করেন। এ ঘটনার পর সোমবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিমকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্য ছিলেন- সিলেট সদর উত্তর সার্কেলের এএসপি বীণা রানী ও পুলিশ পরিদর্শক আবদুল গণি। তদন্ত কমিটির কর্মকর্তারা মঙ্গলবার সিলেটের গোয়াইনঘাট থানায় যান। সেখানে তারা পুলিশসহ নানা জনের বক্তব্য রেকর্ড করেন। তদন্ত কমিটির সদস্যরা তদন্তকালে প্রায় ২০ জনের সাক্ষ্যগ্রহণ করেন বলে জানিয়েছেন তদন্ত কমিটির সদস্য সিলেটের এএসপি বীণা রানী। গতকাল তিনি জানান, যে রিপোর্টটি জমা দেয়া হয়েছে সেটি হচ্ছে প্রাথমিক রিপোর্ট। এই রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এদিকে, এই ঘটনার পর ওসি মোকসেদুল মোমিনকে ক্লোজ করে সিলেটের পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। সিলেটের গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মো. কামরুল ইসলাম গতকাল মানবজমিনকে জানান, তদন্ত কমিটির সদস্যরা মঙ্গলবার গোয়াইনঘাট থানায় এসে ওই দিন দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করেন। এ সময় ওখানে থাকা পুলিশ কর্মকর্তারা তদন্ত কমিটির কাছে সত্য বিষয়টি তুলে ধরেছেন। যেভাবে যে অবস্থায় ওসি মোমিনকে তার বাসায় পাওয়া গেছে সেটি পুলিশ সদস্যরা উপস্থাপন করেন। একই সঙ্গে ওই সময় পুলিশের কেউ কেউ ওসি মোমিনের বিরুদ্ধে লিখিত বক্তব্য দেন বলে জানান তিনি। এ সময় ওসি মোমিনের অনেক ঘটনা উঠে আসে বলে জানান তিনি। পুলিশ সূত্র জানিয়েছে, গতকাল পুলিশ সুপারের কাছে দেয়া তদন্ত রিপোর্টে পুরো ঘটনার বিবরণ দেয়া হয়েছে।
ওসি মোমিন নারীলোভী এক পুলিশ কর্মকর্তা। তার স্ত্রী কামরুন্নেছা লিজা অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছেলেকে নিয়ে ঢাকায় বসবাস করেন। আর পেশাস্থলে একাই থাকেন ওসি মোমিন। এ কারণে তিনি দেশের যে যে এলাকায় চাকরি করেছেন সেখানেই তার একজন কলগার্ল রয়েছে। তেমনি ভাবে চট্টগামে সাথী ওরফে মিনারা বেগমের সঙ্গে ওসি মোমিনের সখ্য হয়। সাথী পেশায় কলগার্ল। তবে ওসি মোমিনের কাছ থেকে যখনই ডাক পেতো তখনই ওসি’র কর্মস্থলে ছুটে আসে। এভাবেই ওসি ফোন দেন সাথীকে। তাকে গোয়াইনঘাটে যাওয়ার আমন্ত্রণ জানান। ওসি’র ফোন পেয়ে সাথী সিলেটের গোয়াইনঘাটে যায়। ওসি’র বাসায় থেকেই তার সঙ্গে আমোদ-ফুর্তিতে মেতে ওঠে। এই ফাঁকে ওসি’র স্ত্রী ঢাকা থেকে এসে তাকে আটক করেন। ওই সময় পালাতে গিয়ে ওসি কোমর থেকে পিস্তল বের করে গুলি করতে উদ্যত হয়েছিলেন। কিন্তু তখন গুলি করেননি। পরে তিনি জনতার রোষানল থেকে রক্ষা পেতে সিলেটে পালিয়ে আসেন। ওখানে এসে তিনি হোটেল দরগাগেইটে সাথী ওরফে মিনারাকে নিয়ে অবস্থান করেন। খবর পেয়ে সেখানে এসেও স্ত্রী লিজা তাদের ধরে ফেলেন। পরে ওসি পালিয়ে গেলেও ডিবি পুলিশ সাথীকে আটক করে নিয়ে যায়। এদিকে, সাথীর ঘটনায় ফেঁসে যাওয়ার আগে ওসি মোমিন গোয়াইনঘাটে আরেকটি ঘটনার জন্ম দিয়েছিলেন। এ ঘটনার প্রায় এক মাস আগে গোয়াইনঘাট থানার এসআই নাজমুল ইসলাম সিলেটের জাফলংয়ের হোটেল প্যারিসে এক যুবকসহ এক যুবতীকে আটক করেন। এ সময় সাত্তার নামে আরও একজনকে আটক করলেও তাকে ছেড়ে দেয়া হয়। ভোররাতে আটকের পর পুলিশ ওই যুবতীসহ যুবককে গোয়াইনঘাট থানায় নিয়ে যায়। যুবককে হাজতখানায় আটকে রেখে ওই যুবতীকে ওসি’র বাসায় দিয়ে আসেন। ওই যুবতী ওসি’র সঙ্গে তার বাসায় সঙ্গ দেয়। এ বিষয়টি জানাজানি হওয়ার পর গোয়াইনঘাটে ক্ষোভ দেখা দেয়। গোয়াইনঘাটে আসার আগে ওসি মোকসেদুল মোমিন কর্মরত ছিলেন বানিয়াচং থানায়। তিনি প্রায় ৫ মাস সেখানে চাকরিতে ছিলেন। ওই সময়ে ওসি বাসভবনে কলগার্লদের আনাগোনা ছিল। প্রতি রাতেই ওসি তার স্টাফ কোয়ার্টারে কলগার্ল নিয়ে কাটাতেন। পরে এ বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশে তাকে সেখান থেকে বদলি করা হয়।
গোয়াইনঘাটে নবাগত ওসি’র যোগদান: নারী কেলেঙ্কারির ঘটনায় সিলেটের গোয়াইনঘাটের ওসি মোকসেদুল মোমিন বরখাস্ত হওয়ার পর গোয়াইনঘাটে নতুন ওসি হিসাবে যোগ দিয়েছেন মো. শফিকুর রহমান খান। এর আগে তিনি সিলেটের কানাইঘাট থানার অফিসার ইনচার্জ ছিলেন। ইতিপূর্বে তিনি নওগাঁ, ঢাকা স্পেশিয়াল ব্রাঞ্চ, পটুয়াখালী, মানিকগঞ্জ, সিআইডি নারায়ণগঞ্জ এবং ওসি কানাইঘাট হিসাবে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় যোগদান করে বুধবার সকালে ওসি তদন্ত কামরুল ইসলাম মোল্লার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। বেলা তিনটায় তিনি গোয়াইনঘাটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও চা চক্রে মিলিত হন। সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়কালে তাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের কাছে অনুরোধ করেন। তিনি মাদক, চোরাচালানি, গরু চুরি, ডাকাতি ছিনতাই রোধে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তারও অনুরোধ জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি ও মানবজমিন-এর গোয়াইনঘাট প্রতিনিধি মিনহাজ উদ্দিন, বর্তমান সভাপতি, দৈনিক নয়া দিগন্ত ও সিলেটের ডাক প্রতিনিধি মঞ্জুর আহমদ, বর্তমান সাধারণ সম্পাদক উত্তরপূর্ব প্রতিনিধি এম এ মতিন, দৈনিক শ্যামল সিলেট সীমান্ত প্রতিনিধি হারুনুর রশিদ, রূপময় জাফলং সম্পাদক ফয়সল আহমদ সাগর, দৈনিক কাজির বাজার প্রতিনিধি এসএম রাজু, দৈনিক সিলেট সুরমা প্রতিনিধি হায়দার চৌধুরী প্রমুখ।

মনে হচ্ছিল বঁটি দিয়ে কোপাই’ প্রত্যক্ষদর্শীর বয়ান
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৭ (আকাশ ভালোবেসে)=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৬ ই মে, ২০২৪ দুপুর ২:১৯

০১।



=আকাশের মন খারাপ আজ, অথচ ফুলেরা হাসে=
আকাশের মন খারাপ, মেঘ কাজল চোখ তার,
কেঁদে দিলেই লেপ্টে যাবে চোখের কাজল,
আকাশের বুকে বিষাদের ছাউনি,
ধ্বস নামলেই ডুবে যাবে মাটি!
================================================
অনেক দিন পর আকাশের ছবি নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ব্লগ লিখেছি: কথাটার পরে ভাসছে ১১ বছর ১১ মাস... কথাটা

লিখেছেন আবু ছােলহ, ০৬ ই মে, ২০২৪ বিকাল ৪:১৮

ব্লগ লিখেছি: কথাটার পরে ভাসছে ১১ বছর ১১ মাস... কথাটা

গুগল থেকে নেয়া ছবি।

সামুতে মাল্টি নিক নিয়ে অনেকেই কথা বলেন। অনেকের কাছে মাল্টি যন্ত্রণারও কারণ। শুধু যন্ত্রণা নয়, নরক যন্ত্রণাও... ...বাকিটুকু পড়ুন

পানি জলে ধর্ম দ্বন্দ

লিখেছেন প্রামানিক, ০৬ ই মে, ২০২৪ বিকাল ৪:৫২


শহীদুল ইসলাম প্রামানিক

জল পানিতে দ্বন্দ লেগে
ভাগ হলোরে বঙ্গ দেশ
এপার ওপার দুই পারেতে
বাঙালিদের জীবন শেষ।

পানি বললে জাত থাকে না
ঈমান থাকে না জলে
এইটা নিয়েই দুই বাংলাতে
রেষারেষি চলে।

জল বললে কয় নাউযুবিল্লাহ
পানি বললে... ...বাকিটুকু পড়ুন

সমস্যা মিয়ার সমস্যা

লিখেছেন রিয়াদ( শেষ রাতের আঁধার ), ০৬ ই মে, ২০২৪ বিকাল ৫:৩৭

সমস্যা মিয়ার সিঙ্গারা সমুচার দোকানে প্রতিদিন আমরা এসে জমায়েত হই, যখন বিকালের বিষণ্ন রোদ গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা পেরিয়ে আকাশের রঙিন আলোর আভা মিলিয়ে যেতে শুরু করে। সন্ধ্যা সাড়ে... ...বাকিটুকু পড়ুন

এই মুহূর্তে তারেক জিয়ার দরকার নিজেকে আরও উন্মুক্ত করে দেওয়া।

লিখেছেন নূর আলম হিরণ, ০৬ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:২৬


তারেক জিয়া ও বিএনপির নেতৃত্ব নিয়ে আমি ব্লগে অনেকবারই পোস্ট দিয়েছি এবং বিএনপি'র নেতৃত্ব সংকটের কথা খুব স্পষ্টভাবে দেখিয়েছি ও বলেছি। এটার জন্য বিএনপিকে সমর্থন করে কিংবা বিএনপি'র প্রতি... ...বাকিটুকু পড়ুন

×