একটা নদী , যার এপারে চিন্তা নেই কোন , যেখানে নিজেকে ছারা অন্য কাউকে নিয়ে ভাবতে হয় নাহ । আর নদীর ঐ পার অনেক চিন্তায় ভরা , নিজেকে বাদ দিয়ে ও অনেক কিছূ নিয়ে ভাবতে হয় । এপারের বাসিন্দা হয়ে ও হঠাৎ ঐ পার এ পার হয়ে গেলাম ।
একটূ আগের কথা ............
প্রত্যেক মানষের জীবনের কিছু লক্ষ্য থাকে । যাকে অনুসরন করে মানুষ তার চলার পথ কে ঠিক করে নেয় । কোন পদক্ষেপ এর পর কোন পদক্ষেপ ফেলবে সেটাও সে মনে মনে ঠিক করে ফেলে । এমন ই মানব জীবন । আমিও মানুষ , আমার জন্য ও এর ব্যতিক্রম কিছুই হইনি এর আগে ।ছোট বেলা থেকেই একটূ practically চিন্তা করি আমি। যেমন কোন কাজ করার আগে অনেক বার চিন্তা করে নেওয়া যে কাজ তা করা আমার উচিৎ হবে কিনা , এর ফলাফল টা কি হতে পারে , এর ফলে আমার জীবন এ কেমন প্রভাব পড়তে পারে ইত্যাদি । বুয়েট এ পড়তে পারার স্বপ্ন টা সেই বুঝতে শেখার পর দিয়া এ মনের মধ্যে বাসা বেধেছিল মনের অজান্তেই । HSC পরিক্ষার ফল প্রকাশিত হবার আগে থেকে ই coaching এ ভরতি , পরাশুনা সুরু বুয়েট এর জন্য । মনে একটা সাহস কোথা থেকে এসে যেন অচিরেই বাসা বেধেছে যে আমি হয়ত chance টা পেয়ে ই যাব । যথারিতি HSC এর ফলাফল এবং আশানূরুপ এ্কটা ফলাফল । এরপর সেই সখের বুয়েট এর জন্য পরিক্ষা । পরিক্ষা টা অতটা ভাল হল নাহ । আশা ভেঙ্গে যাবে এমন ই এ্কটা ভয় । ফলাফল ও যথারিতি তাই ই । waiting list এ নিজের রোল এসেছে । এক পলকের জন্য মনে হল পায়ের তল দিয়ে মাটি সরে গেল । আমি নিচের দিক এ পড়ে গেলাম । স্বপ্ন টা যেন ভেঙ্গে ই গেল । অনেক দিন পর অনাকাংখিত একটা খবর । আমার নাকি ডাক এসেছে বুয়েট থেকে । ওখানে পড়ার একটা সুযোগ এসেছে । শুনেই খূশি তে লাফ দিয়ে অন্য খানের ভরতি বাতিল করে ছুটে গেলাম বূয়েট এ । স্বপ্ন যেন সত্যি হল । মনে হল আর কিছুই পাওয়ার নাই জ়ীবন এ ।
যে ছেলেটি কখনও বাসা ছেরে থাকেনি, স্বপ্ন পুরন এর জন্য সেটাও করতে দেরি করল নাহ সে । এরপর সুরু তার সেই বূয়েট জীবন এর যার সে স্বপ্ন দেখে আসছে অনেক আগে থেকে । waiting থেকে আসার দরুন তার শেষ বিষয় টা পেলেও সেটা নিয়ে ই সে মহা খুশি।
ক্লাস ও সুরু হল যথারীতি । ক্লাস সুরু হবার ১ মাস এর মাথায় এক বুয়েট ছাত্রের মৃত্যু , যে কিনা আমার ই বন্ধু । নিজেকে স্বান্তনা দিয়ে বুঝিয়ে নেওয়া । কিছুটা বন্ধের পর যে বন্ধ টা অনাকংখিত ছিল , আবার ও পুরো দোম এ ক্লাস সুরু । দেখতে দেখতে ঈদ এর ছুটি আসলো ।ছুটি তে এমন কিছু হল যা আমার সাথে হবার ছিল নাহ । মানে আমি কখনো ভাবিনি যে এত চিন্তার মাঝেও এমন কিছু এসে বাসা বাধল মনে । একটা মেয়েকে আমার পছন্দ হল । কেন হল সে কারন তা আরো আজিব । ভাললাগার সঙ্গা নাকি এমন আমার কাছে যে কারো সাথে কথা বলে যদি আমি খুব ই ভাল অনুভব করি , আর যদি তাকে খূব miss করি কথা না হলে সেটাই নাকি ভাললাগা । কিছুদিন পর মেয়েটি কে কোন এক কথার মধ্যে বলে ফেললাম যে আমি তাকে পছন্দ করি (এখানে কথা হল আমি মেয়েটি কে কখনো সামনাসামনি দেখে নি আর মেয়েটি যে একটা ছেলে কে পছন্দ করে তা ও জানতো ) বলার পর উত্তর টা যা হবার ছিল তাই হল । মেয়েটি এত কিছুর পর ও তার বন্ধু রয়ে যেতে চাইল । মানা করতে পারিনি কেন জানি । জীবন এ সব কিছুর কারন খুজে কি লাভ !!
এই করতে করতে ১/১ পার করে দিলাম বূয়েট জ়ীবন এর । অনেক কিছু শিখালো ও আমায় বূয়েট ।
নিজের জীবন নিয়ে সকল চিন্তা আজ কোথায় যেন হারিয়ে গেসে । অনেক ভয় চিল তাও যেন কোথায় চলে গেল । ঐ ভয় টা হয়ত আমার জন্য ভাল ই ছিল । আজ আর কেন জানি মনে হয় নাহ যে ঐ কাজ টা করা ঠিক নাহ। আজ করি , তারপর ভাবি যে ঐ কাজ টা কেই কেমন করে ভুল থেকে ঠিক করা যায়। হয়ত এটা খারাপ , কিন্তু জ়ীবন এ অনেক কিছু হয়ত শেখা যায় । জ়ীবন কে কিছুটা অন্য ভাবে দেখা যায় । কী আছে জ়ীবন এ !!
আপনারা যারা পড়লেন তাদের মন্তব্য জানান আপনাদের কি মনে হয় ?? নদির এপারে আসা কি ঠিক হল ?? নাকি ঐ পার এ রয়ে যাওয়া এ ভাল ছিল ??
(( এই কাহিনির সকল চরিত্র ই কাল্পনিক , যদি কোন বাস্তবিক চরিত্রের সাথে মিল পান তবে তাকে মনে করুন একবার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




