রাত যখন বলে আমার নেই কেউ
দিনের আলো বলে ওঠে তোরই সবাই , আমার নয় কেউ
রাত শুধাইল এ কেমন কথা কইলে ভাই !!!
আঁধারে নিজেকেই যখন দেখা দায় , তখন কে থাকে কোথায় !!
কিছুক্ষণ চুপ করে থাকি দিন কহিল তারে ,
কখনও খুঁজে দেখিস আঁধারে লুকিয়ে থাকা মনের ভিড়ে ।
যখন একদিন রাত করিতে গেল সেথা
চিৎকার করে বলে উঠিল ''হায়রে, আমি যে নয় একা'
রাত কহিল-
কেউ যে দেখি বসে থাকে আমারও আসার অপেক্ষায়
আর কেউ বসে থাকে আমারে তাড়ানোর বেদনায়
কেউ এক কোনে বার্তালাপে ব্যস্ত
কেউ কোন এক কোনে অসাধ্য সাধনে ন্যাস্ত
কেউ এক কোনে বসে নেশার ঘোরে ক্লান্ত
কেউ কিনা আজ বাসর কাটানয় আশায় মত্ত
কেউ যেখানে ফেসবুক এ নতুন মায়া খোঁজে
কেউ সেখানে বই এর চাপে মরার ফাঁদ বোনে
কেউ দেখি অনেক ভিড়ে নিজেকে করে রেখেছে একা
কেউ যেখানে একাই বসে মুঠোফোনে করছে লীলাখেলা
কেউ আঁধারে কেঁড়ে নিচ্ছে প্রাণ
কেউ সেথায় করছে অপরের জন্য নিজের জীবন দান
কোথাও মানুষ তার জীবন সাথীকে চাঁদের আলোয় ভালবাসার অর্থ বোঝায়
কোথাও চাঁদের আলো কাউকে একাকী বাঁচতে শেখায়
আমার আঁধারের সুযোগ নিয়ে কেউ করছে চুরি
সেই আঁধার কেই জয় করার জন্য জনৈক অন্ধের নেই জুড়ি
এত কিছুর পরও যখন দিন বলে তুমি আসলটাই বাদ দিলে ভাই
তখন রাত তারে সুধায় সেটা কি ভাই !!
দিন কহিল-
আমার আলো যতই তীব্র হোক রে ভাই
এই আলোতেও মানুষের রুপ চেনা বড় দায় ।
আমার আলোয় যেখানে মানুষের মুখের মিথ্যা বুলি ঝরে
তোমার অই আধারেই তাদের চোখের রক্ত পড়ে
দিন হলেও আজ চিৎকার করে তোমাকে বলি ভাই
রাতের আঁধারে মানুষের যেরূপ তুমি দেখেছ আমি তা কখনও দেখি নাই ।
রাত কহিল-
আজ একটু হলেও বুঝিলাম আমি আমার গুরুত্ব খানি
তবু রাতের শেষে দিনের আলোই সকলের মুখে ফোটায় হাসি ।
এবার দুজন কহিল -
যতই যা বলি রাত আর দিন রয়ে যাব চিরতরে
তবু কখনও বলতে পারবো নাহ মানুষ কি আসলে !!
ছোট্ট হাসিতে লুকিয়ে ফেলে শত দুঃখ তারা
আসল চেহারার উপর যেন এক অন্যরকম মুখোশ পরা । ......
(একটি চেষ্টা কবিতার মত কিছু লেখার
নেই দুঃখ সফল হই আর বিফল...... )
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১১ রাত ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




