এক বিশাল অট্টহাসি
দিয়েছিল যেন মোরে ফাঁশি
হয়ে গেছি আমি জীবনের দাশ
জানিনি এর জন্য কার দোষ
সে এক বিশাল অট্টহাসি
জীবনের এই মরুর দশা
ভালবাসা আজ শুধুই মরীচিকা
তাহার পিছে ছুটি আমি
না জানি সে কতই দামী
এক বিশাল অট্টহাসি
যখনই খুঁজেছি এই পথের শেষ
সে মোরে দুঃখ দিয়েছে বেশ
বলেছে মোরে হে পথিক
তুই বেয়াড়া আছিস বেশ
তাই এক বিশাল অট্টহাসি
যেদিন বুঝেছিলাম হাসির মর্ম
হাতে তুলে নিয়েছিলাম অদৃশ্য এক বর্ম
ইচ্ছে ছিল করিব বধ
যে দেখিয়েছিল মোরে এই পথ
খুঁজিয়া পাইনি তারে কখনও
কারণ সে যে ছিল মোর ছায়া
ছায়া থেকে পালাতে গিয়েছিলাম আঁধারে
খুঁজে পাইনি সেথায় নিজেরে
আজও তাই রয়ে গেছে সেই অট্টহাসি
যা মোরে দিয়েছিল ফাঁসি ...
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




