নির্ঘুম রাতের জেগে থাকা স্বপ্নগুলি
লাটাইবিহীন হাতে আজও উড়াতে বলে আমার ইচ্ছে ঘুড়ি
যে ঘুড়ির ছিলনা কোন রঙ
ছিলনা তার ওড়ার কোন ঢঙ
হাত বাড়িয়ে তার অদৃশ্য সুতায় দিয়েছিলাম টান
মনের সমুদ্রে এসেছিল এক বিশাল বান
বানের জলে সব চেয়েছিল যেতে ভেসে
তবুও তাকে ধরে রেখেছিলাম ঠেসে
জল শুকালে যখন ভোর হয়
সে বলে "তুমি তো আমার কেউ নয়"
চক্ষু বুজিয়া বলি কি আছে জীবনে বাকি
নিশাচর স্বপ্নগুলি আমায় দিয়েছিল ফাঁকি ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




