সেই দিনগুলি হারিয়ে গেছে খেয়ালের আড়ালে
খুঁজে ফিরি আজও তাদের যার স্বপ্ন দেখেছিলাম আনমনে
চাঁদের আলোটা যেদিন বড় মধুর ছিল
সেই চাঁদও কখন লুকিয়ে গেল মেঘের আড়ালে
রাতগুলি যখন ছিল সুমধুর অজান্তেই
দিনের আলোয় ও পথ হয়েছিল বন্ধুর
তবুও হেঁটেছিলাম সেই বন্ধুর পথে
খেয়ালের ফাকে তারই হাত ধরে
সেই দিনগুলি ভাল ছিলযখন ছিলনা কারো আশা,
ছিলনা মনে একটা লজেন্স বাদে কারো প্রতি ভালবাসা
ইচ্ছা করে সব ছেড়ে ফিরে যেতে সেখানে
মায়ের অথবা বাবার আঙ্গুল ধরে আবার হাঁটা শিখতে
করুনা হয় সেই দিনটির প্রতি
যেদিন প্রথম ভেবেছিলাম বড় হতে হবে
অজানা কারো হাতে হাত রেখে অজানা পথে চলতে হবে
কখনও মনে হয় যদি ফিরে পেতাম সেই শৈশব
পরক্ষনেই ঘুম ভেঙ্গে ফিরে আসে মন ব্যাস্ত এই শহরে
শহরের ধোঁয়াটে আকাশে তারা গুলি আজও উকি দেয়
কষ্ট করে চাঁদটাও মাথা উচু করে চায়
কিছু অভাগা যদি তাকে দেখার জন্য চেষ্টা করে যায়
সেই আশাতে সেও সারা রাত জেগে রয়
আজও জীবনের অর্থ খুঁজে ফিরি
জীবন চলছে জীবনের নিয়মে
হয়তো যেদিন খুঁজে পাবো মর্মার্থ
এসব খোঁজের থাকবে নাহ কোন অর্থ
তবুও অজানার পিছে ছুটে চলতে হয়
এ নির্মম পৃথিবীতে বেঁচে থাকাই কি বড় নয় ?
(এটা কিছু নাহ, শুধুই পাগলের প্রলাপ মাত্র)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




