এক লাখ ডলারের পরিবর্তে মাত্র এক ডলারের দাবিদার এই তরুণটির নাম উইলিয়াম গেটস, বিল গেটস নামেই তিনি সবচেয়ে বেশি পরিচিত। বিশ্বের সবচেয়ে বড় ধনকুবের বিল গেটস কেমন করে জানতেন যে মাত্র এক ডলার পেলেই তিনি বছরে মিলিয়ন ডলার কামাতে পারবেন? গেটস কী ভবিষ্যত্ দেখতে পান?
বিল গেটসের কোম্পানি প্রথম বছরেই মিলিয়ন ডলার কামিয়েছিল। কিন্তু কথা হচ্ছে বিল কেন সেটা অনুমান করতে পেরেছিলেন? কিসের শক্তিতে মানুষ ভবিষ্যৎ দেখতে পায়?
জবাবটা আমি খোঁজার চেষ্টা করেছি আমার ব্লগে । মনে হয় সামান্য অংশের উত্তর বের করতে পেরেছ।
সবার জীবন পাই-এর মত সুন্দর হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


