সচেতন ব্লগারগণ: আপনাদের কি এই ব্যাপারে খবর আছে- চলমান এইচ.এস.সি পরীক্ষার প্রত্যেক সাবজেক্টই পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাস করে দেয়া হচ্ছে !!! দেশের চলমান সংকটকে কাজে লাগিয়ে এই কাজইটাই যে করে যাচ্ছ সুনিপুনভাবে সেটা বুঝতে পারছেন?
আমার বোন পরীক্ষা শুরুর পূর্বের দিনই আমাকে বলছিলো যে প্রশ্নপত্রের হুবহু ফুল সেট বাজারে প্রকাশ হয়ে গেছে, ওর সহপাঠীরা ওকেও প্রশ্নগুলো জানিয়ে রাখছিলো, আমি বলেছিলাম নিজের যোগ্যতায় যদি নিম্ন গ্রেডও পাও সেটাই আলহামদুলিল্লাহ ! চৌর্যবৃত্তির মেধা আমাদের দরকার নাই
এখন দেখুন আমাদের ভাই-বোনরা এতো পরিশ্রম করে পরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন আর বিনা পরিশ্রমে অমেধাবীরা স্বীকৃত হবে ভালো রেজাল্টে !
আহ কি সুনিপুন চক্রান্ত !
অনুসন্ধান নিন, আপনার নিকটাত্মীয় পরীক্ষার্থী ভাই-বোনটাই বলতে পারবে নিশ্চত করে। এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে।
আপনার কি চান আপনার ভাই-বোন নকল মেধাবীর অপবাদ নিয়ে ক্যারিয়ার গড়ে তুলুক
আগামি দিনে হয়তো এ+ এর রেকর্ডে নতুন ইতিহাস সৃষ্টি হবে কিন্তু আমরা কি পাবো মেধাবী পরিশ্রমী সত্যাশ্রয়ী উন্নত জাতি !!
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




