ভাই সাধ্য কি আর আছে আমার??????????
একলা একলা পথ খোজার........যা ছিল যত ভাবে পাড়ার সম্ভাবনা ছিল সব চেষ্টা কইরা ফেলছি!!!!!!! এখন খালি জানান দিয়া মরতে বাকি আছে!!!!!!
সাধের মোবাইল টার ২৪*অজানা বাজাইয়া ফেলছি!
ভাই কালকের আগের দিন কিনছি.........মেমোরি ও লাগাইলাম ৪ জিবি.....একটু পন্ডিতি করতে গিয়া দিছিলাম একটা পাসওয়াড মেমোরী কার্ডে............এখন তো ফাইস্যা গেছি???
পাসওয়ার্ড আমার জা মনে আছে(!!!) আমার চেয়ে ওস্তাদ মুবাইল কয়.........তুই কেডারে ভুলভাল কল দেস ক্যা?????
nokia x2-01 micro SD Memmory Card এই মুবাইল এ এখন পাসওয়ার্ড উদ্ধার ছাড়া তো আমি মেমোরীকার্ড রিডার দিয়া কোনো কিছু মেমোরী তে ভরতে পারতাছি না!!!!!!!! এখন কি করা যায় ভাই জলদি চিল্লায় চিল্লায়া আমার কান ডা ফাটায়া ফালাইয়া কইয়া দেন।...........নাইলে আমারে বাসায় মাইরাই ফেলব.........
বি.দ্র: আমি কিন্তু ডাটা কেবল ইউস করতে পারতাছি এবং তা দিয়া যে কোন কিছু আনা নেওয়া করতে পারতাছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




