মন কেন বাধা পড়ে না কি যেন কেন জানি না
কাছে এসে পাশে বসে কথা বলে যে
মন বলে সে আমায় ভ্লালবেসেছে
চোখে চোখে চোখ রেখে কথা বলেছি
বোঝাতে পারিনি তারে ভালবেসেছি
কি করে যায় সে বলা আমি আজো শিখিনি
মন.....
প্রেম ভরা মন নিয়ে চলেছি একা
ভাবি শুধু কবে পাব তার দেখা
কথা আছে জীবনে প্রেম আসে একবার
আমার জীবনে সে আসবে কবে আর
জীবনে প্রেম হবে কিনা আমি তাও জানিনা
মন কি যে চায়.........
[এটা একটা গানের কথা যেখানে নিজের জীবনের সাথে অনেক মিল খুঁজে পাই।আর তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ]
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




