আমি ভূত বিশ্বাস করি,
আমি ঈশ্বর বিশ্বাস করি,
আমি বাতাস বিশ্বাস করি,
আর ঠিক সে কারনেই আমি ভালোবাসা বিশ্বাস করি।
তাদের চোখে দেখা যায় না।অস্তিত্ব টের পাওয়া যায়।সবাই পায় না।কেউ কেউ পায়।যারা পায় তাদের কেউ পরম ভাগ্যবান আবার কেউ চরম দূর্ভাগা।
যখন মধ্যরাতে ছাদে পা টেনে টেনে হাঁটার শব্দ হয়, দুম্ করে খুলে যায় জানালা,আধো তন্দ্রায় টের পাই মুখের উপর গরম নিশ্বাস, ঠিক তখনি ভুত বলে আমি আছি।
যখন সেই ভুতের ভয়ে তন্দ্রা কেটে যায়,মেরুদন্ডে ঠান্ডা স্রোত, মনে হয় পায়ের নিচে মাটি নেই, অপার্থিব আতংকে শূন্য হয়ে যায় বুক, শুকিয়ে যাওয়া ঠোঁটের ফাক গলে বেরিয়ে আসে _ঈশ্বর রক্ষা কর!
ঠিক তখনি ঈশ্বর বলেন আমি আছি।
যখন ঘুম ভেঙ্গে ভয় কেটে যায় এক নিমিষে, নিজের বোকামি দেখে
নিজেই হেসে উঠি, খুলে যাওয়া জানালা দিয়ে ঘরে ঢোকে তাজা হাওয়া, বুক ভরে লম্বা একটা দম টেনে নেই। ঠিক তখনি বাতাস বলে আমি
আছি।
এর থেকে খুব ভিন্ন নয় ভালোবাসা। যারা বলেন_অন্তর বলে কিছুই নেই,পুরোটাই মগজ।ভালবাসা শুধুই দেহের টান,কামনা!বাসনা!"তারা
তাই ভেবে সুখে থাক।
আমি তো জানি-রোদ পোড়া বিকেলে কফির মগে চুমুক দিতে যেয়ে থমকে যাওয়া.......
থ্রিলার বইয়ের টান টান উত্তেজনাকর অবস্থায় হঠাৎ খেই হারিয়ে ফেলা...
জরুরি ক্লাশ লেকচার ফলো করতে করতে হঠাৎ আনমনা হয়ে যাওয়া.....
বাসে মানুষের উপচে পড়া ঘামের গন্ধ নাক ফসকে বেরিয়ে গিয়ে
কুচকানো মুখ সোজা করে নিজের অজান্তে কিছু ভেবে ঠোঁটের কোনে একটা বাঁকা হাসি ফুটে ওঠা......
এখানে কোথাও নেই স্রেফ দেহভোগী প্রেমের কারসাজি বা সেই আদি ও অকৃত্রিম 'পুরুষ নারী কেলেঙ্কারী' ব্যাপার।
আছে একটা ভূতুড়ে কিংবা ঈশ্বর ন্যায় গায়েবী কিংবা সোজা সাপ্টা হাওয়া অনুভূতি।যেখানে প্রয়োজন শুধু অপর একজন মানুষের অস্তিত্ব। হতে পারে সে পাশে বসে থাকা কেউ কিংবা সহস্র মাইল দূরে কিংবা পুরোটাই কল্পনা।ব্যাস, এর চেয়ে কম হলে খুব ক্ষতি নেই।বেশি হওয়ার ত প্রশ্নই ওঠে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






