এগিয়ে আসছে ক্রিকেট বিশ্বকাপ। তৈরী হচ্ছে ক্রিকেট বিশ্ব, তৈরী হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আর তৈরী হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের একনিষ্ঠ সমর্থক সংগঠন বাংলা ব্রিগেড। তারাও নিজেদেরকে ধারিয়ে নিচ্ছে সবভাবে বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন দেয়ার জন্য। বাংলা ব্রিগেড এর আদর্শই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে সবসময়, সবধরনের পরিস্থিতিতে উৎসাহ দেয়া।
বাংলাদেশের সব মানুষের শিরায় ক্রিকেটের উত্তেজনা বইছে। হয়তো দেখা গেল বাংলাদেশ দল জিত্তে পারলনা! তখন কী আমাদের সমর্থন শেষ? না!!! তখনও বাংলা ব্রিগেড বাংলদেশ ক্রিকেট দলের পাশে। তখনও আমরা তাদের উৎসাহ দিয়ে যাবো।আমরা নিজেদের দেশের দলকে সমর্থন দিয়ে যাব, যাতে তারা আরো ভালো খেলায় উদ্বুদ্ধ হয়। যাতে আমরা নিজদেশের ক্রিকেটের সমর্থনে সমগ্র ক্রিকেট দুনিয়ার কাছে দৃষ্টান্ত হয়ে থাকি।
বিশ্বাস মানুষের সবচেয়ে বড় শক্তি। যেটা অন্যরা অসম্ভব মনে করে বিশ্বাস তাকে সম্ভব করে দেখায়। আর বাংলা ব্রিগেড বিশ্বাস করে যে বাংলাদেশ ক্রিকেট দল তাদের যোগ্যতা দিয়ে যেকোনো দলের সাথে জিততে পারে। যেকোনো পরিস্থিতিতে ছিনিয়ে আনতে পারে বিজয়।আর এজন্যে তাদের যথোপযুক্ত সমর্থন এবং সবসময় উৎসাহ জোগাতে আত্মপ্রত্যয়ী বাংলা ব্রিগেড। আর এই সমর্থনের কারনেই বাংলাদেশ ক্রিকেট দল পৌছাতে পারবে সাফল্যের শিখরে- এই কামনা আমাদের সবার।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




