১
টোটাল তেইশ পদের রান্না করে নানী
আয়েশ করে ছড়িয়ে বসেন পা দুখানি
এক থালা বিরিয়ানি
তাতে দু’চামচ হানি
নাতনীরা দেখে বলে, ভেরি ভেরি ফানি।
২
তালপুকুরে জলের বদল হাওয়া থাকে ভরা
বর্ষাকালে আগুন গরম, শুকিয়ে নামে খরা।
নদীর ঘাটে
শুকনো মাঠে
ছুঁতে গিয়ে জলের ধাঁরা, পড়ল হাতে কড়া।
৩
খাই না কিছু, নাড়ি-চাড়ি
এক ফিরনী বোঝাই হাঁড়ি
আলু পটল
ওরে হোঁদল
কোথায় তোদের বাড়ি?
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




