পোস্ট (সম্ভবত বাংলায় এই প্রথম কোনো পোস্ট) । তাই ভুল ত্রুটি গুলো ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন । আমি আমার আসল
কথায় আসি । আমরা সবাই মোটামুটি মোবাইল ফোন ব্যাবহার করি,তাদের মধ্যে অনেকেই আবার একটু দামি এবং বেশি
সুবিধা সম্বলিত হ্যান্ডসেট ব্যবহার করি যেমন ধরুন নকিয়া এন সিরিজ ,উইনডোজ মোবাইল ইত্যাদি ইত্যাদি । যে ডিভাইসগুলো সাধারন মোবাইল এর চেয়ে বেশি সুবিধা দেয়, মোটামুটি কম্পিউটার এর মত কিছু কাজ করতে সক্ষম তাদেরকে সোজা ভাষায়
স্মার্টফোন বলে । একটু পরিস্কার করে বলি, কম্পিউটার চালাতে আমরা বিভিন্ন অপারেটিং সিস্টেম যেমন
উইন্ডোজ,লিনাক্স,ম্যাক-ওএস ইত্তাদি ব্যাবহার করি ।ঠিক তেমনি যদি কোনো মোবাইল যদি এরকম কোনো অপারেটিং
সিস্টেম ব্যবহার করে তাহলে তারা স্মার্টফোন এর মদ্ধে পরে ।আর একটি কথা বলা দরকার এই ফোন গুলতে কিন্তু কম্পিউটার এর মত প্রসেসর ,র্যাম ইত্তাদি ব্যবহার হয়।তাই এই ফোন গুলোকে মিনি কম্পিউটার বললে ভুল হবে না।আর স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের মদ্ধে পরে WINDOWS
MOBILE,SYMBIAN,সাম্প্রতিক ANDROID ইত্তাদি ।আমার আগ্রহের বিষয় হলো সিম্বিয়ান ফোনগুলো, কারণ বাংলাদেশে আমরা জেনে হোক না যেনে হোক বেশির ভাগ স্মার্টফোন ইউজারই সিম্বিয়ান ও-এস(অপারেটিং সিস্টেম) ব্যাবহার করি।এর অন্যতম প্রধান কারন হলো আমদের দেশে মোবাইল ব্র্যান্ড হিসেবে নকিয়া বেশি জনপ্রিয়,আর নকিয়া তার স্মার্টফোনগুলোতে সিম্বিয়ান ও-এস ব্যাবহার করে।একটি কথা না বললেই নয় সিম্বিয়ান সফটওয়্যার লিমিটেডকে নকিয়া কিনে নেয় ২০০৮ সালে এবং সাম্প্রতিক কালে সিম্বিয়ানকে ওপেন সোর্স করা হয়েছে।আর উল্লেখযোগ্য ব্যপার হল বর্তমান স্মার্টফোন বাজারের ৪৭% সিম্বিয়ান এর দখলে।সিম্বিয়ান ও-এস এর ইউজার ইন্টারফেস এর মদ্ধে s60,s80,UIQ উল্লেখযোগ্য।একটু পরিস্কার করার জন্য আমি পরে হ্যান্ডসেটের কিছু লিস্টিং করেছি।আমি আসলে সিম্বিয়ানের কিছু সুবিধা সম্পর্কে জানাতে চাই।সিম্বিয়ান ফোনের সবচেয়ে বড় সুবিধা হল তার ব্যাপক সফটওয়্যার সাপোর্ট ।থার্ড পার্টি প্রচুর এপ্লিকেশন ও সফটওয়্যার সিম্বিয়ান ফোনগুলোর জন্য পাওয়া যায়। যেমন ধরুন আমি এখনও আমার পুরাতন নকিয়া এন ৭০ মডেল ব্যবহার করি ।এই সেট প্রসেসর হিসেবে ARM11 220MHZ processor এবং 53MB RAM ব্যবহার করে। আমার সেট এ কিন্তু আমি অনায়াসে power point presentation,spreadsheet,pdf ফাইল দেখতে পারি।আমার মত ই-বুক রিডার দের জন্য অনেক ভাল ভাল সফটওয়্যারও পাওয়া যায়।আরেকটি কথা হল, কম্পিউটার এ যেমন আমরা বিভিন্ন মিডিয়া প্লেয়ার ইন্সটল দিতে পারি সিম্বিয়ান ফোনগুলোর জন্যও কিন্তু এরকম অনেক সফটওয়্যার আছে।আমার কথায় ধরুন আমি ভিডিও চালানোর জন্য smartmovie(divx,avi,flv..ইত্তাদি ফরম্যট সাপোর্ট করে) ,coreplayer(mkv,divx,avi,3gp,mp4,mpg,asf,mov,flv..ইত্তাদি সকল ভিডিও ও অডিও ফরম্যট সাপোর্ট করে//আমার দেখা মোবাইল এর সবচেয়ে শক্তিশালি সফটওয়্যার এটি//) ।এছারাও বিভিন্ন অডিও প্লেয়ার,বিভিন্ন ব্রাউজার ও অনেক ভাল ভাল গেমস তো আছেই । s60 interface এর কিছু ভার্সন আছে।যেমন প্রথম 'open' Symbian OS ফোন হিসেবে ২০০১ এ বের হয় nokia 9210 সেটি ছিল ভার্সন ১ (v1) ফোন।পরে আরেকটু আপডেট v2 ফোনগুলোর মধ্যে আছে- UIQ (Sony Ericsson P800, P900, P910, Motorola A925, A1000), Series 80 (Nokia 9300, 9500), Series 90 (Nokia 7710), Series 60 (Nokia 3230, 6260, 6600, 6670, 7610) ।পরবর্তিতে আরও উন্নত v3 ফোনগুলো যেমন Nokia E90,N95,N82,5700,N79,N96,E52,E75 ইত্তাদি আসে।আর বর্তমানে বাজারে আরও শক্তিশালি v5 সেটগুলো যেমন Samsung i8910 Omnia HD, Nokia N97, Nokia 5800, Nokia 5530,Sony Ericsson Satio ইত্তাদি বাজারে আছে।v5 সেটগুলোর রেজুলেশনও অনেক বেশি,ফলে মুভি দেখা,গেম খেলা বা নেট সার্ফিং করা এই মোবাইল গুলোতে আরও অনেক আরামদায়ক।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




