অষ্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত, কে হারালেও শ্রীলংকার বিরুদ্ধে 15 ম্যাচে বাংলাদেশের কোন জয় ছিল না।
আজ তাও হলো (শ্রীলংকা 212/10, বাংলাদেশ 213/6।
নতুন ভেন্যুতে নতুন জয়।
বগুড়াকে আনর্্তজাতিক ক্রিকেট ভেন্যু হিসাবে স্বর্ীকৃতি দেবার পর প্রথম আসরেই জয় পেল বাংলাদেশে।
বহু প্রত্যাশিত সেই জয়ে আপ্লুত, বগুড়াবাসী, দেশবাসীর সঙ্গে।
অনেক কষ্ট করে যারা ষ্টেডিয়ামে খেলা দেখেছেন, গরমে ঘেমেছেন তাদের কষ্টের মুল্য দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
আর নতুন ভেন্যু স্বীকৃতি দেওয়ায় প্রতিদান দিতে ভুল করলো না শহীদ চান্দু ষ্টেডিয়াম।
আগামী দিনে এখানেই রচিত হতে পারে আরও জয়ের ইতিহাস।
সেই দিনের অপেক্ষায়।
শুভেচ্ছা আফতাব, আশরাফুল, জাবেদ, হাবিবুল বাশারের দলকে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




