শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হন একজন।
বালিজুড়ি হালুয়াহাটি গ্রামে সোমবার সন্ধ্যায় নিহত হন আমিনুল ইসলাম।
আহত ফারুক হোসেন মিস্টারকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী কৃষক জালাল উদ্দিনের বরাত দিয়ে জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান জানান, সন্ধ্যায় ৩০/৪০টি বন্যহাতি হালুয়াহাটি গ্রামের আমন ধানের ক্ষেতে নেমে ধান খেয়ে ও মাড়িয়ে নষ্ট করতে থাকলে কৃষকরা মশাল নিয়ে তাড়াতে যায়।
এ সময় কয়েকটি হাতি কৃষকদের তাড়া করে এবং আমিনুল ইসলামকে পায়ের চাপে মেরে ফেলে।
আহত ফারুক হোসেন মিস্টারকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শেরপুর সদর হাসপাতালে প্রাথসিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ ২০ হাজার টাকা এবং আহতের চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




