লিমেরিক (1)
বিদ্যা বুদ্ধি যা ই ছিল, ছিলাম চাটুকার,
ছুরি, কাচি, খুন্তি সবই, দিলাম বেজায় ধার।
ঘরের বাইরে মহাকান্ড,
রাজ্য আমার লন্ডভন্ড,
আমার তেলে আমার মাছই, পুড়ে একাকার!
লিমেরিক (2)
সকাল হতেই বেরিয়েছিলাম, বিকেল মেয়ের কাছে,
বিকেল মেয়ের কাছেই দেখি, সকাল পড়ে আছে।
হঠাৎই তাই মাতাল পা,
মাথার কোষে যন্ত্রণা,
সকাল বিকেল করে আমার, দিনলিপিই মিছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


